সুপ্রিম কোর্টের দেওয়া রক্ষাকবচের মেয়াদ শেষ হওয়ার পর ফের একটু স্বস্তি পেলেন রাজ্যে কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা । তাঁর রক্ষাকবচের মেয়াদ বেড়েছে বলে খবর ৷
জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুপ মাঝি। এরপরেই সুপ্রিম কোর্টের তরফে জানানো হয় ২৭ এপ্রিল পর্যন্ত লালাকে গ্রেফতার করা যাবে না । কয়লা পাচার কাণ্ডে আজ কলকাতার নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা ছিল লালার । কিন্তু সুপ্রিম কোর্টের তরফে রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধির ফলে আজ আর নিজাম প্যালেসে হাজিরা দিচ্ছেন না অনুপ মাঝি ওরফে লালা ।
এর আগে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছিল, ১৬ এপ্রিল অবধি তাঁকে গ্রেফতার করা যাবে না। এরপরেই দেখা যায়, নিজাম প্যালেসে হাজিরা দেন লালা। একাধিকবার তাঁকে জিজ্ঞাবাদ করা হলেও লালাকে জিজ্ঞাসাবাদ করে তেমন একটা এগোয়নি কয়লা পাচারের তদন্ত প্রক্রিয়া। ফলে তাঁর রক্ষাকবচের মেয়াদ শেষ হওয়ার পরপরই ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে অতিরিক্ত দিন রক্ষাকবচ পেলেন লালা। ফলে কিছুটা স্বস্তি পেলেন অনুপ মাঝি।
অন্যদিকে সিবিআই সূত্রের খবর, রাজ্যে কয়লা পাচার কাণ্ডে এ বার নতুন করে সাক্ষী জোগার করে তদন্তে এগোচ্ছে সিবিআই।
Be the first to comment