কসবায় চাকরিহারাদের উপর পুলিশের লাঠি-লাথির ঘটনায় পূর্ণাঙ্গ রিপোর্ট তলব লালবাজারের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- কসবার ডিআই অফিসে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের উপর লাঠিচার্জ করে পুলিশ। লাথি মারার ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনার একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করল লালবাজার। কলকাতা পুলিশের ডিসি (সাউথ সাবার্বান) বিদিশা কলিতার কাছ থেকে এই রিপোর্ট তলব করা হয়েছে। পাশাপাশি কলকাতা পুলিশের তরফ থেকে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে ।
লালবাজার সূত্রে খবর, সংশ্লিষ্ট পূর্ণাঙ্গ রিপোর্টের মাধ্যমে কলকাতা পুলিশের ডিসি (সাউথ সাবারবান) বিদিশা কলিতার থেকে লালবাজারের তরফ থেকে জানতে চাওয়া হয়েছে, বুধবার চাকরিহারাদের রাজ্যজুড়ে ডিআই অফিস ঘেরাও-এর কর্মসূচি ছিল। ফলে কসবার এটি একটি পূর্বপরিকল্পিত কর্মসূচি ছিল। আর এই পূর্বপরিকল্পিত কর্মসূচিতে কেন এবং কী পরিস্থিতি তৈরি হল যে, পুলিশকে লাঠিচার্জ করতে হল? প্রথমে ঘটনাটি সঠিক কী ঘটেছিল?
ভিডিয়োতে দেখা গিয়েছে যে কসবা ডিআই অফিসের বাইরে চাকরিহারারা জড়ো হয়েছিলেন। লালবাজারে তরফ থেকে ডেপুটি কমিশনার অফ পুলিশের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে, বাইরে থাকা চাকরিহারা আন্দোলনকারীরা আচমকাই ভিতরে কীভাবে প্রবেশ করতে পারলেন? তাঁরা ডিআই অফিসের ভিতরে গিয়ে কী করছিলেন? লালবাজার এও জানতে চেয়েছে যে ওই বিক্ষোভ কর্মসূচিতে কোনও ব্যক্তি প্ররোচনা দিয়েছিল কি না? এছাড়াও, কসবার ঘটনার ভিডিয়োতে দেখা গিয়েছে, চাকরিহারা এক ব্যক্তিকে লাথি মারছেন এক পুলিশ কর্মী। কিন্তু কে তিনি লাথি মারলেন? সেই রিপোর্টও চাওয়া হয়েছে। যদিও বুধবার কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা কার্যত স্বীকার করে নেন যে চাকরিহারা আন্দোলনকারীদের উপর লাথি মারার ঘটনাটি ঠিক হয়নি।
ডেপুটি কমিশনার অফ পুলিশের কাছ থেকে লালবাজার জানতে চেয়েছে, গতকালের পূর্বপরিকল্পিত কর্মসূচিকে ঘিরে কসবা ডিআই অফিসে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা কীভাবে সাজানো হয়েছিল? মোট কতজন পুলিশ কর্মী ভিতরে ও বাইরের নিরাপত্তা ব্যবস্থার জন্য মোতায়ন ছিলেন? আচমকাই চাকরিহারারা অফিসের বাইরে থেকে ভিতরে প্রবেশ করতে পারেন এরকম কোনও আগাম খবর পুলিশের কাছে ছিল কি না?
ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয়েছে। সেই ঘটনার প্রতিবাদে বুধবার রাজ্যজুড়ে ডিআই অফিস ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছিল চাকরিহারা যোগ্য শিক্ষকদের ঐক্য মঞ্চ। সেই মতো গতকাল দুপুরে কসবা ডিআই অফিসে হাজির হন চাকরিহারারা। এরপরেই পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায় তাঁদের। মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। লাঠিচার্জ থেকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*