চিরন্তন ব্যানার্জি:-
আরজি করের ঘটনার বিচারের দাবিতে সোমবার ‘লালবাজার অভিযান’-এর ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। দুপুর ২টোয় কলেজ স্কোয়্যার থেকে মিছিল করে লালবাজারের উদ্দেশে রওনা দেন তাঁরা। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে এই কর্মসূচি।
‘নবান্ন অভিযান’ থেকে শিক্ষা নিয়ে লালবাজার অভিযান নিয়ে পুলিশের প্রস্তুতি তুঙ্গে। একাধিক এলাকায় জারি হয়েছে কড়া নিরাপত্তা। বসেছে লোহার ব্যারিকেড। আন্দোলনকারীদের রুখতে বৌবাজারে বসেছে লোহার গার্ডরেল। সেই ব্যারিকেড আবার বাঁধা হয়েছে ভারি শিকলে! একই চিত্র বিবি গাঙ্গুলি স্ট্রিটেও। সেখানে প্রায় ন’ফুট সমান উচ্চতার গার্ডরেলের দেওয়াল তুলে নিরাপত্তার বজ্র আঁটুনি তৈরি করেছে পুলিশ। লোহার গার্ডরেলের পিছনে বসেছে বাঁশের ব্যারিকেডও। সে সব বাঁধা হয়েছে দড়ি দিয়ে।
উল্লেখ্য, জুনিয়র চিকিৎসকদের মিছিলে হাঁটবেন কামদুনি-কাণ্ডের প্রতিবাদী মুখ টুম্পা কয়াল, মৌসুমী কয়ালও। তাঁরা কলেজ স্কোয়্যারে পৌঁছেছেন।
Be the first to comment