প্রতিশ্রুতি দিয়েছিল আগেই। এ বার লালগড়ে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিল রাজ্য সরকার। কোনও কোনও সময় দুর্ঘটনায় নিহতদের পরিবার সরকারের তরফে আর্থিক ক্ষতিপূরণ পেয়েছে। কিন্তু সরকারি চাকরি পেয়েছে এমন নজির নেই বড় একটা।
জুন মাসে বেলপাহাড়িতে জনজাতিদের সভায় যোগ দিতে যাওয়ার পথে লালগড়ের ঝিটকার জঙ্গলে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই মারা যান সাতজন। জখম হয়েছিলেন বাসের ৪৫ জন যাত্রী। মৃতদের প্রত্যেকের বাড়ি মেদিনীপুরের শালবনি ও গড়বেতা থানা এলাকায়। ঘটনার দিন পশ্চিম মেদিনীপুরে ছিলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি পরের দিনই নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন। পরিবারের ছোটদের পড়ানোর দায়িত্ব নেওয়া হবে এবং একজনকে চাকরি দেওয়া হবে বলেও ঘোষণা করেন।
বৃহস্পতিবার ঝাড়গ্রামে সভা করেন পার্থবাবু। তখনই নিয়ে আসেন ওই পরিবারগুলির জন্য গ্রুপ ডি পদে চাকরির নিয়োগপত্র। শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা মৃতদের পরিবারের সদস্যদের হাতে সেই নিয়োগপত্র তুলে দিলেন।
জঙ্গলমহলে পঞ্চায়েত ভোটে খারাপ ফলের পরেই উদ্বেগ বেড়েছে শাসকদলের অন্দরে। এলাকায় নতুন করে জনভিত্তি বাড়াতে কোমর বেঁধে নেমেছে দলের কর্মী সমর্থকরা। বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারকে দেওয়া চাকরির প্রতিশ্রুতি রক্ষা সেই উদ্যোগেরই অংশ বলে মনে করছেন জঙ্গলমহলের বাসিন্দাদের একাংশ।
Be the first to comment