চতুর্থ পশুখাদ্য কেলেঙ্কারি মামলাতেও দোষী সাব্যস্ত লালু, মোট ১৪ বছর কারাবাসের সাজা

Spread the love

 আবারও জেল হল লালুপ্রসাদ যাদবের। চতুর্থ পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় ভারতীয় দণ্ডবিধি ও দুর্নীতি রোধ আইনের দুটি ধারায় ৭ বছর করে মোট ১৪ বছরের কারাবাসের সাজা হল লালুর। শনিবার সাজা ঘোষণার পর লালুর আইনজীবী প্রভাত কুমার সাজা জানান, ৩০ লক্ষ করে দুটি ধারায় মোট ৬০ লক্ষ টাকা জরিমানাও হয়েছে তাঁর। দুটি কারাবাসের সাজা পরপর চলবে। উল্লেখ্য, গত সোমবার দুমকা ট্রেজারি মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করেন সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক শিবপাল সিংহ। এদিকে ওই মামলাতেই বেকসুর খালাস পেয়েছেন আরও এক প্রাক্তণ মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র।

প্রসঙ্গত, এর আগে চাইবাসা ট্রেজারির দু’টি মামলা ও দেওঘর ট্রেজারির একটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন লালু। দু’টি মামলায় ৫ বছর করে ও অন্য মামলায় সাড়ে ৩ বছরের জেল হয়েছে লালুর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*