আর্থিক তছরুপের মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে জামিন দিলো দিল্লি পাটিয়ালা হাউজ আদালত। আইআরসিটিসি দুর্নীতি মামলায় সোমবার লালুপ্রসাদ যাদব, তাঁর স্ত্রী রাবড়ি দেবী, ছেলে তেজস্বী যাদবকে জামিন দেয় আদালত। ১ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়। ১১ ফেব্রুয়ারি শুনানির পরবর্তী তারিখ ঠিক করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৬ এপ্রিল আইআরসিটিসি দুর্নীতির মামলায় চার্জশিট দেয় সিবিআই। চার্জশিট অনুযায়ী পুরি ও রাঁচিতে অবস্থিত ভারতীয় রেলের দুটি হোটেলের স্থানান্তর করা নিয়ে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ ওঠে। জানা যায় টেন্ডারিংয়ের পদ্ধতিটি পুরোপুরি নিয়ন্ত্রণ করা হয়েছিল। তবে এই মামলায় জামিন পেলেও পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় এখনও জেলে থাকতে হবে লালুপ্রসাদ যাদবকে।
Be the first to comment