শনিবার পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত লালুপ্রসাদ যাদবকে সাড়ে ৩ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল রাঁচির বিশেষ সিবিআই আদালত। একইসঙ্গে তাঁকে ৫ লক্ষ টাকা জরিমানাও দিতে হবে। অনাদায়ে ৬ মাসের কারাবাস হবে। লালুপ্রসাদ যাদব সহ অনান্য ১৫ জন অভিযুক্তদেরও একই সাজা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি খাদ্য কেলেঙ্কারি মামলায় জড়িত কেউই বেল পাবেন না বলে জানিয়ে দিয়েছে আদালত। প্রয়োজনে হাইকোর্টে উচ্চ আদালতে গিয়ে জামিন নিতে হবে।
এদিকে শনিবার রায় ঘোষণা হওয়ার পরই লালু পুত্র তেজপ্রতাপ যাদব বলেন আমরা নিশ্চিত যে লালুপ্রসাদ যাদব বেল পাবেন। আমাদের বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা আছে। লালুর আরেক পুত্র তেজস্বী যাদব বলেন, আইন আইনের কাজ করেছে। আমরা এরপর উচ্চ আদালতে যাব। এছাড়া লালুর আইনজীবির দাবি, রায়ের কপির জন্য অপেক্ষা করছি। এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব।
অন্যদিকে জেডিইউ নেতা কে.সি.ত্যাগী জানান, আমরা এই রায়কে সাধুবাদ জানাচ্ছি। বিহারের রাজনীতিতে এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। শেষ হলো একটা পাতার।
দীর্ঘ ৩ দিন টালবাহানার পর অবশেষে শনিবার ঘোষিত হলো পশুখাদ্য কেলেঙ্কারি মামলার রায়। প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর রাষ্ট্রীয় জনতা দল সুপ্রিমো ও অন্য ১৫ জনকে দোষীসাব্যস্ত করে সিবিআইয়ের বিশেষ আদালত। ১৯৯১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত পশুখাদ্যের নাম করে কোষাগার থেকে কোটি কোটি টাকা তোলার অভিযোগ ওঠে লালুপ্রসাদ যাদব সহ অনান্য ১৫ জন নেতার বিরুদ্ধে। অপরাধী সাব্যস্ত হওয়ার পর থেকে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঠিকানা হয়েছে রাঁচির বিরসা মুন্ডা জেল।
Be the first to comment