হজে ভর্তুকি তুলে দেওয়ায় মোদী সরকারকে একহাত নিলেন লালুপ্রসাদ যাদব

Spread the love

বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একহাত নিলেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। এদিন পশুখাদ্য কেলেঙ্কারি মামলার শুনানিতে রাঁচির একটি আদালতে হাজিরা দিতে যান লালু। আদালত থেকে বেরোনোর সময় আরজেডি প্রধান বলেন, দেশের মুসলিমদের বিপাকে ফেলতেই হজে ভর্তুকি তুলে দিয়েছে মোদী সরকার। পাশাপশি বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি প্রবীণ তোগাড়িয়ার বিরুদ্ধেও আক্রমণ শানাতে ভোলেন নি লালুপ্রসাদ যাদব। তিনি বলেন, অচৈতন্য অবস্থায় উদ্ধার হওয়ার আগে তোগাড়িয়া কোথায় গিয়েছিলেন তা এখনও জানান নি তিনি। জেড প্লাস নিরাপত্তা থাকা সত্বেও তিনি কোথায় লুকিয়ে ছিলেন সেটা জানাতে হবে তোগাড়িয়াকে।

প্রসঙ্গত, মঙ্গলবারই হজযাত্রায় ভর্তুকি তুলে দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুক্তার আব্বাস নকভি একথাই ঘোষণা করেছেন। ঘটনার পর থেকেই বিভিন্ন মহল থেকে প্রতিবাদের ঝড় ওঠে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*