প্রবীণ আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের শারীরিক অবস্থার একটু উন্নতি হয়েছে। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদের মেয়ে মিশা ভারতী শুক্রবার টুইটে জানান, সকলের প্রার্থনার ফলে আরজেডি নেতা কিছুটা ভালো আছেন। কেউ যেন কোনও গুজবে কান না দেন।
বৃহস্পতিবার অসুস্থ লালুপ্রসাদকে পাটনার পারস হাসপাতাল থেকে এয়ার এম্বুল্যান্স করে দিল্লি এইমসে নিয়ে আসা হয়। কয়েকদিন আগে বাথরুমে পড়ে গিয়ে চোট পান তিনি। এমনিতেই অনেক দিন ধরে নানা রোগে ভুগছেন লালুপ্রসাদ। তাঁর কিডনির অবস্থাও খারাপ।
বুধবার পাটনার বেসরকারি ওই হাসপাতালে পুরনো বন্ধু লালুকে দেখতে আসেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সংবাদমাধ্যমে তাঁর অসুস্থতার কথা জানতে পেরেই মুখ্যমন্ত্রী হাসপাতালে যান। তিনি বলেন, লালু আমার বহুদিনের পুরনো বন্ধু। মুখ্যমন্ত্রী জানান, অসুস্থ লালুকে দিল্লিতে নিয়ে যাওয়া হবে। কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার ব্যাপার রয়েছে। চিকিৎসার খরচ সরকার দেবে। কারণ, প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে এই খরচ পাওয়া তাঁর অধিকারের মধ্যে পড়ে।
Be the first to comment