পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় বুধবার সাজা ঘোষণা হবে না বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব সহ ১৬ জনের। আইনজীবী বিন্ধেশ্বরী প্রসাদের মৃত্যুর জেরে আজ রাঁচি আদালতের কাজকর্ম বন্ধ থাকবে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সাজা ঘোষণা হবে বলে খবর। প্রসঙ্গত,গত ২৩ ডিসেম্বর দোষীসাব্যস্ত হয়েছেন আরজেডি সুপ্রিমো। বুধবারই ছিল সাজা ঘোষণার দিন। সূত্রের খবর, আগামীকাল দেওঘর ট্রেজারি মামলায় সাজা শোনাবে রাঁচির বিশেষ সিবিআই আদালত। সকাল রাঁচির বিরসা মুন্ডা জেলে বন্দি লালুপ্রসাদকে আদালত চত্বরে নিয়ে আসা হয়। সাজা ঘোষণা উপলক্ষে আদালত চত্বরে জারি হয় কড়া নিরাপত্তা।
প্রথমে জানা গিয়েছিল এদিন সকাল ১১টার পর এই মামলার সাজা ঘোষণা করা হবে। তারপর জানা যায় দুপুর ২টোর পর হবে সাজা ঘোষণা। কিন্তু আইনজীবী মৃত্যুর ঘটনায় আইনজীবীরা কর্মবিরতির ডাক দিয়েছে। সেকারনেই পাওয়া যায়নি কোনও আইনজীবীকেই। যার ফলে পিছিয়ে গেল এই মামলার সাজা ঘোষণা। এই মামলাটি ছাড়াও লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে পশুখাদ্য কেলেঙ্কারির আরও তিনটি মামলা ঝুলছে।
Be the first to comment