শারীরিক অবস্থার অবনতি লালু প্রসাদ যাদবের, চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে দিল্লি..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের শারীরিক অবস্থার অবনতি। জানা যাচ্ছে, রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ায় তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটে। পাটনার চিকিৎসকরা লালু প্রসাদ যাদবকে দিল্লি যাওয়ার পরামর্শ দিয়েছেন। বর্তমানে, রাবড়ির বাসভবনে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
আজ বুধবার তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লিতে নিয়ে যাওয়া হবে।
তাঁর বিরুদ্ধে জমির বিনিময়ে চাকরি মামলা নিয়ে চলছে জেরা। তাতেই কি অসুস্থ হলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী? নিন্দুকরা বলছে অনেক কিছুই। প্রসঙ্গত, বিহারে মুখ্যমন্ত্রী থাকাকালীন লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে উঠেছিল পশুখাদ্য দুর্নীতির অভিযোগ। সেই মামলায় জেল হেফাজতও হয়েছিল তাঁর।
কিছুদিন আগে মহাকুম্ভের সময় বিজেপিকে তীব্র ভাবে আক্রমণ করেছিলেন লালু। মহাকুম্ভে যাওয়ার জন্য নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলেছিলেন লালু প্রসাদ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*