পিছিয়ে গেলো লালুপ্রসাদ যাদবের সাজা ঘোষনার দিন। শনিবার দুপুর ২টো নাগাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাজা ঘোষনা করা হবে। শুক্রবার এমনটাই জানালেন লালুর আইনজীবী চিত্তরঞ্জন সিনহা। বুধবার থেকে শুক্রবার টানা ৩ দিন কেটে গেলেও বেরোলোনা সমাধান সূত্র। শুক্রবারও সাজা ঘোষনার কথা ছিল। তবে কিছুক্ষন সওয়াল জবাবের পর মুলতুবি হয়ে যায় আদালত। বিচারক শিবপাল সিং শনিবার রায় ঘোষণার সিদ্ধান্ত নেন।
প্রসঙ্গত, পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় গত ২৩ ডিসেম্বর দোষীসাব্যস্ত হন আরজেডি সুপ্রিমো। তিনি ছাড়াও এই মামলায় আরও ১৫ জনকে দোষীসাব্যস্ত করা হয়েছে।
১৯৯১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত পশুখাদ্যের নাম করে কোষাগার থেকে কোটি কোটি টাকা তোলার অভিযোগ ওঠে লালুপ্রসাদ যাদব সহ ১৬ জনের বিরুদ্ধে। এই মামলায় তাঁর সর্বোচ্চ সাজা হতে পারে ৭ বছরের সশ্রম কারাদন্ড। অন্যদিকে বিশেষ সিবিআই বিচারকে শিবপাল সিংয়ের অভিযোগ লালুর লোকজন তাঁকে ফোনে হুমকি দিচ্ছে। যদিও কোনও চোখ রাঙানিকে ভয় না পেয়ে আইনের পথে চলারই বার্তা দিয়েছেন বিচারক।
Be the first to comment