দুর্নীতির মামলায় লালুপ্রসাদ, রাবড়ি দেবী ও তেজস্বী যাদবকে সমন পাঠাল দিল্লির আদালত। রেলের ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের দুটি হোটেলের ঠিকা বেসরকারি কোম্পানিকে দেওয়ার ব্যাপারে অনিয়মের অভিযোগে মামলা দায়ের হয়েছে তাঁদের বিরুদ্ধে। ৩১ আগস্ট তাঁদের আদালতে হাজির হতে বলা হয়েছে। সিবিআই পাতিয়ালা হাউসের আদালতে এই কেলেঙ্কারির তদন্ত সংক্রান্ত ২০ হাজার পাতার নথিপত্র গত মে মাসে জমা দিয়েছে।
এর আগে সিবিআই প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী এবং প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে জেরাও করেছে। ওই বেসরকারি সংস্থাকে ঠিকা পাইয়ে দেওয়ার বিনিময়ে যাদব পরিবার ঘুষ হিসেবে সম্পত্তি পেয়েছে বলে অভিযোগ। এই তিনজন ছাড়াও আরও ১১ জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। রেলমন্ত্রী থাকাকালীন লালুপ্রসাদ ২০০৬ সালে এর বেসরকারি ঠিকাদারকে দুটি হোটেল দেখভালের ঠিক দেন। তারই বিনিময়ে তিনি সম্পত্তি পেয়েছিলেন। বেনামি কোম্পানির নামে লালুপ্রসাদ তিন একর জমি পান। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রেমচাঁদ গুপ্তা, আইআরটিসির তখনকার ম্যানেজিং ডিরেকটর বি কে আগরওয়াল, ডিরেকটর রাকেশ সাক্সেনার মতো পদস্থ অফিসারদের নামও রয়েছে সিবিআইয়ের চার্জশিটে।
তাছাড়া রয়েছে সুজাতা এবং চাণক্য হোটেলের কর্তাদের নামেও। উল্লেখ্য, এই কেলেঙ্কারিকে ঘিরেই নীতীশ কুমারের সঙ্গে সম্পর্ক তিক্ত হয়েছিল আরজেডির।
Be the first to comment