বিশেষ প্রতিনিধি,
তাল কাটল হাইপ্রোফাইল বিয়ের৷ আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের ছেলে তেজ প্রতাপ যাদব ও ঐশ্বর্যা রাইয়ের বিয়েতে আমন্ত্রিতের সংখ্যা ছিল প্রায় দশ হাজার৷ কিন্তু আমন্ত্রণ তালিকার বাইরে অনেকেই বিয়ের ভোজ খেতে চলে আসেন৷ যার জেরে খাবার কম পড়ে যায়৷ তার মধ্যে আবার গুজব ছড়ায় যে ভিআইপিদের জন্য নাকি এলাহি খাবারের ব্যবস্থা করা হয়েছে৷ তাদের খাবার নাকি আরও সুস্বাদু ও লোভনীয়৷ এটা মেনে নিতে অসুবিধা হয় ‘জেনারেল’ আমন্ত্রিত কর্মীদের৷ তাদেরও ভালো খাবার দিতে হবে৷ এই দাবিতে শুরু হল নজিরবিহীন তাণ্ডব৷
খাবার পাতে ভিআইপি কালচার মেনে নিতে পারেননি আরজেডি কর্মীদের একাংশ৷ গুজব ছড়ায় ভিআইপিদের নাকি আরও ভালো ও সুস্বাদু খাবার পরিবেশন করা হচ্ছে৷ খাবার টেবিলে ‘ভিআইপি-জেনারেল’ বিভেদ দেখে গোঁসা হয় আরজেডি কর্মীদের৷ তাই যা হওয়ার তাই হল৷ শুরু হল খাবার নিয়ে কাড়াকাড়ি৷ পার্টি কর্মীরা ভিআইপি করডনে ঢুকে এর পর যথেচ্ছ খাবার ‘লুঠপাত’ করে৷ হুড়োহুড়ির জেরে টেবিল, চেয়ার, থালা, গ্লাস সব ভেঙে যায়৷ খাবারের দায়িত্বে থাকা ক্যাটারার সংস্থা সংবাদমাধ্যমকে বলে, তাদের দশ হাজার লোকের খাবার তৈরির অর্ডার দেওয়া হয়েছিল৷ কিন্তু বাস্তবে তার চেয়ে অনেক বেশি লোক এসে উপস্থিত হয়৷ ওই ক্যাটারিং সংস্থার অভিযোগ, খাবার নিয়ে কাড়াকাড়ি চলাকালীন তাদের জিনিসপত্র খোয়া যায়৷
Be the first to comment