
রোজদিন ডেস্ক, কলকাতা:- সপ্তাহের শুরুতে ফের শহরে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। এবার শিয়ালদহ স্টেশন থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল এসটিএফ, কলকাতা পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে ইতিমধ্যেই। সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ শিয়ালদহ স্টেশনে হাটেবাজারে এক্সপ্রেস পৌঁছতেই তল্লাশি অভিযান শুরু করে এসটিএফ।
তখনই এক যুবককে দেখে তদন্তকারীদের সন্দেহ হয়। তার ব্যাগ খুলতেই জামাকাপড়ের তলা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। তাকে আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ।
পুলিশ জানিয়েছে, ধৃতের নাম, হাসান শেখ। সে মালদহের কালিয়াচকের বাসিন্দা। তার ব্যাগ থেকে ছ’টি আগ্নেয়াস্ত্র ও আটটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। বিহারের মানসিং জেলা থেকে আগ্নেয়াস্ত্রগুলি সড়কপথে মালদহে নিয়ে আসা হয়। এরপর হাটেবাজারে এক্সপ্রেসে শহরে পৌঁছয়। কোথায় এই আগ্নেয়াস্ত্র সে নিয়ে যাচ্ছিল, এর ভিতরে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে এসটিএফ।
Be the first to comment