৪৫০টি নতুন নিয়োগ, আনট্রেসেবল ফোন, শক্তিশালী হচ্ছে লস্কর?

Spread the love
বিশেষ প্রতিনিধি,
নয়া হাতিয়ার জঙ্গি সংগঠন লস্করের হাতে৷ এবার আনট্রেসেবল ফোন ব্যবহার করতে চলেছে লস্কর–ই–তইবা৷ এমনই বিস্ফোরক তথ্য জানিয়েছে ২০ বছরের লস্কর জঙ্গি জাইবুল্লা ওরফে হামজা। এনআইএর জেরায় এই তথ্য জানিয়েছে মুলতানের প্রশিক্ষণরত এই জঙ্গি৷ ২০১৮ সালে ৭ এপ্রিল হামজাকে কুপওয়াড়ার জুগদিয়াল এলাকার একটি বাড়ি থেকে গ্রেফতার করে এনআইএ৷
এই ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করা যায় না বলে সেনা সূত্রে খবর৷ এই নতুন ধরণের মোবাইল হ্যান্ড সেট তৈরি করেছে লস্কর–ই–তইবার ছাত্র সংগঠন আল মুহামাদিয়া স্টুডেন্টস বা ‌এএমএস৷
হামজার আরও দাবি, তদন্তকারী আধিকারিকরা সেই নম্বরে ফোন করলে, কলটি নিজে থেকেই বাতিল হয়ে যাবে। হামিজের কাছ থেকে পাওয়া এই মোবাইল হ্যান্ডসেটের তথ্য এনআইএ ইতিমধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে পাঠিয়েছে। এই সমস্যার মোকাবিলা করতে আপাতত মাথা ঘামাচ্ছে সেনা৷
হামজা জানিয়েছে গত বছর পাকিস্তানের বিভিন্ন জায়গা থেকে ৪৫০ জন ছেলেকে নিয়োগ করেছে লস্কর৷ তাদের ভারত–বিরোধী অপরেশনের জন্য প্রশিক্ষণ দিয়েছে বলেও সে জানায়৷ এরপরেই সতর্ক হয়েছে ভারতের গোয়েন্দা দফতর৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*