উত্তর প্রদেশ থেকে গ্রেফতার জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার ১ সদস্য। মঙ্গলবার জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ ও উত্তর প্রদেশ সন্ত্রাস দমন শাখার যৌথ অভিযানে গ্রেফতার করা হয় ওই জঙ্গিকে। যদিও ধৃত জঙ্গির সম্পর্কে সরকারিভাবে কিছুই জানানো হয়নি। এনআইএ-র পক্ষ থেকে শুধুমাত্র বলা হয়েছে যে এক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত জঙ্গি লস্করের সদস্য কী না সে বিষয়েও পরিষ্কার করে কিছু জানা যায়নি। জানা গিয়েছে ধৃত জঙ্গির নাম আব্দুল নাইম। নাইম এই মুহূর্তে ভারতে একটি রেকি মিশন চালাচ্ছিল বলে খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি ধৃত জঙ্গির কাছ থেকে কাশ্মীরের বিভিন্ন সেনা ছাউনির ভিডিও পাওয়া গিয়েছে। উদ্ধার হয়েছে ইসরায়েলের পাওয়ার প্ল্যান্টের ভিডিও। হিমাচল প্রদেশের কাসোল এলাকার বেশ কিছু ভিডিও ক্লিপিংস উদ্ধার হয়েছে নাইমের কাছ থেকে। যে ভিডিও গুলির সঙ্গে ইসরায়েলের ভিডিওর অনেক সাদৃশ্য রয়েছে।
Be the first to comment