সিল করা হল লতা মঙ্গেশকরের আবাসন

Spread the love

লতা মঙ্গেশকরের আবাসনে কোরোনায় আক্রান্ত বেশ কয়েকজন। তাই বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের (BMC) তরফে সিল করে দেওয়া হয়েছে আবাসনটিকে। তবে লতা ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে।

দক্ষিণ মুম্বইয়ের চাম্বালা হিলস এলাকায় পেডার রোডের উপর রয়েছে প্রভুকুঞ্জ আবাসনটি। সেখানেই পরিবারের সঙ্গে থাকেন লতা। কোরোনায় আক্রান্ত হয়েছেন ওই আবাসনের পাঁচজন বাসিন্দা। আর সেই কারণেই গতকাল বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের তরফে সিল করে দেওয়া হয় আবাসনটিকে।

গতকাল মঙ্গেশকর পরিবারের তরফে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়, “প্রভুকুঞ্জ সিল করা হয়েছে কি না সে প্রসঙ্গে সন্ধে থেকে একাধিক ফোন পাচ্ছি আমরা। BMC ও আবাসন কর্তৃপক্ষের তরফে সবার সুরক্ষার জন্য প্রভুকুঞ্জ সিল করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতির মধ্যে বাড়িতেই সব নিয়ম মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা গণেশ পুজো করেছি।”

ওই বিবৃতিতে আরও লেখা হয়, “আমাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সম্পর্কিত কোনও অপপ্রচারকে গুরুত্ব দেবেন না। সবার সুরক্ষা, মূলত বয়স্কদের কথা চিন্তা করে আমরা সব সতর্কতা মেনে চলছি। ঈশ্বরের কৃপায় এবং সকলের শুভেচ্ছায়, আমাদের পরিবার নিরাপদ রয়েছে !”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*