প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তাঁর মৃত্যুতে দেশজুড়ে দু’দিন জাতীয় শোক পালন করা হবে, সরকারি সূত্রে জানানো হয়েছে। তাঁকে শ্রদ্ধা জানাতে ভারতের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে দু‘দিন বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। কিংবদন্তি শিল্পী আজ সকাল ৮.১২ মিনিট নাগাদ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, জানিয়েছেন তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা ডাঃ প্রতীত সমদানি।
আজ দুপুরে হাসপাতাল থেকে তাঁর শবদেহ তাঁর বাড়ি প্রভুকুঞ্জে নিয়ে যাওয়া হয়। সেখানে বেলা ৩টে পর্যন্ত তাঁর দেহ রাখা থাকবে। কেন্দ্রীয় সরকার একটি বিবৃতিতে জানিয়েছে, রবিবার ৬ ফেব্রুয়ারি ও সোমবার ৭ ফেব্রুয়ারি শোকদিবস পালিত হবে। এই সময় দেশজুড়ে ভারতের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা থাকবে। আর পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় ভারতরত্ন শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে। সন্ধে ৬.৩০ মিনিট নাগাদ মুম্বইয়ের শিবাজী পার্কে তাঁর অন্তিম সংস্কার হবে।
এ বছর ৮ জানুয়ারি তিনি মুম্বইয়ের এই হাসপাতালে ভর্তি হন। তাঁর কোভিড সংক্রমণ ও নিউমোনিয়া ধরা পড়ে। সেখানেই ২৮ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। মাঝে তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেও শনিবার থেকে ফের অবনতি হতে থাকে। কোভিড সংক্রমণ থেকে সেরে উঠেছিলেন কিংবদন্তি শিল্পী। তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, পরিবহণমন্ত্রী নীতিন গড়কড়ি-সহ একাধিক নেতাৃমন্ত্রী তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে তাঁর শোকবার্তায় লিখেছেন, আমরা আমাদের মায়ের আশীর্বাদ হারিয়েছি। টুইট করেছেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ কোশিয়ারি।
Be the first to comment