লতাদিদির প্রয়াণে শোকস্তব্ধ মোদী, পরিবারকে জানালেন সমবেদনা

Spread the love

সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণে গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিংবদন্তি সঙ্গীতশিল্পীর সান্নিধ্যে আসার দুটি মুহূর্তের ছবি পোস্ট করেছেন তিনি ৷ তাঁর মতে, শুধু ফিল্মই নয়, দেশের বৃদ্ধি নিয়েও সমান চিন্তাশীল ছিলেন শিল্পী ৷ দেশের সংস্কৃতির কিংবদন্তি হিসেবে তিনি প্রজন্মের পর প্রজন্ম মানুষের স্মৃতিতে বিরাজ করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

টুইটে মোদী লিখেছেন, আমার শব্দ বেদনামথিত ৷ লতাদিদি দেশে যে শূন্যতা ছেড়ে গেলেন, তা আর পূর্ণ হওয়ার নয় ৷ আগামী প্রজন্ম ভারতীয় সংস্কৃতির কিংবদন্তি হিসেবেই তাঁকে জানবে ৷ তাঁর সুমধুর কণ্ঠের মানুষকে মন্ত্রমুগ্ধ করার এক অতুলনীয় ক্ষমতা ছিল ৷

অপর টুইটে মোদী লেখেন, লতাদিদির গানে নানা আবেগ ধরা পড়েছে ৷ দশকের পর দশক ধরে তিনি দেশের ফিল্ম দুনিয়ার স্থানান্তর দেখেছেন ৷ ফিল্ম ছাড়াও দেশের বৃদ্ধির প্রতি তিনি সমান চিন্তাশীল ছিলেন ৷ তিনি সবসময় একটি মজবুত ও উন্নত ভারত দেখতে চেয়েছিলেন ৷

টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, আমার শব্দ বেদনামথিত ৷ লতাদিদি দেশের যে শূন্যতা ছেড়ে গেলেন, তা আর পূর্ণ হওয়ার নয় ৷ আগামী প্রজন্ম ভারতীয় সংস্কৃতির কিংবদন্তি হিসেবেই তাঁকে জানবে ৷ তাঁর সুমধুর কণ্ঠের মানুষকে মন্ত্রমুগ্ধ করার এক অতুলনীয় ক্ষমতা ছিল ৷

অপর টুইটে মোদী লেখেন, লতাদিদির গানে নানা আবেগ ধরা পড়েছে ৷ দশকের পর দশক ধরে তিনি দেশের ফিল্ম দুনিয়ার স্থানান্তর দেখেছেন ৷ ফিল্ম ছাড়াও দেশের বৃদ্ধির প্রতিও তিনি সমান চিন্তাশীল ছিলেন ৷ তিনি সবসময় একটি মজবুত ও উন্নত ভারত দেখতে চেয়েছিলেন ৷

তিনি বরাবর লতা মঙ্গেশকরের স্নেহ পেয়েছেন বলে নিজেকে ধন্য বলে মনে করেন প্রধানমন্ত্রী ৷ তাঁর কথায়, আমি লতাদিদির থেকে প্রচুর স্নেহ পেয়েছি, এটা আমার কাছে সম্মানের ৷ তাঁর সঙ্গে আমার কথোপকথন কখনও ভুলব না ৷ লতাদিদির প্রয়াণে দেশবাসীর সঙ্গে সমবেদনা জানাচ্ছি ৷ তাঁর পরিবারের সঙ্গে কথা বলে সমবেদনা জানিয়েছি ৷ ওম শান্তি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*