একসঙ্গে শরীরের একাধিক অঙ্গ কাজ করছিল না, জানালেন লতার চিকিৎসক

Spread the love

কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর পাড়ি দিয়েছেন অন্য জগতে। রবিবার সকালে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

মুম্বইয়ের হাসপাতালে তাঁর চিকিৎসার দায়িত্বে ছিলেন ডাঃ প্রতীত সমদানি। তিনি একটি বিবৃতিতে গায়িকার প্রয়াণের খবরটি জানান। চিকিৎসক প্রতীত বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে, লতা মঙ্গেশকর সকাল ৮.১২ মিনিট নাগাদ মারা গিয়েছেন। কোভিড-১৯ সংক্রমণ নিয়ে তিনি হাসাপাতালে ভর্তি হন। ২৮ দিনেরও বেশি সময় তিনি চিকিৎসাধীন ছিলেন। শরীরের একাধিক অঙ্গ কাজ না করাই তাঁর মৃত্যুর কারণ।

প্রসঙ্গত উল্লেখ্য, এ বছর ৮ জানুয়ারি লতা মঙ্গেশকর ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন। তাঁর কোভিড সংক্রমণ ধরা পড়ে। সঙ্গে নিউমোনিয়া ছিল। তাঁকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। মাঝে তাঁর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও শনিবার থেকে ফের অবনতি হতে শুরু করে। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*