‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে বাংলার বাজেটে বিশাল বড় চমক রাজ্যের

Spread the love

লোকসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটে বড় ঘোষণা মমতা সরকারের। মহিলাদের মানোন্নয়নের জন্য বাড়ানো হল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দা। এবার থেকে আর ৫০০ টাকা করে নয়, বরং তার দ্বিগুণ। অর্থাৎ ১০০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন বাংলার প্রত্যেকটি মহিলা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লোকসভা নির্বাচনের আগে মাস্টার স্ট্রোক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রতিশ্রুতি ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। বাংলার মহিলাদের মন জয় করতে তাঁদের প্রত্যেকের অ্যাকাউন্টে ৫০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মানুষের মনে যে দাগ কেটেছিল এই প্রকল্প, তা তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণের মধ্যেই প্রস্ফুটিত হয়ে ওঠে।

নবান্ন সূত্রের খবর, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের কোষাগার থেকে মাসিক খরচ হতো ১০৯০ কোটি টাকা। পরে ৯ লক্ষ নতুন করে যুক্ত হওয়ায় ৪৫ কোটি টাকা মাসিক খরচ বাড়ে। তখন অবশ্য ৫০০ টাকা করেই দিত রাজ্য সরকার। এবার থেকে তা বেড়ে দ্বিগুণ করা হয়েছে। স্বাভাবিকভাবেই  রাজ্যের কোষাগার থেকেও খরচের পরিমাণ বাড়ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*