মন্ত্রিত্ব ও তৃণমূলের হাওড়া জেলা সভাপতির পদ ছাড়ার পর এই প্রথম সোশ্যাল মিডিয়ায় পোস্ট লক্ষ্মীরতন শুক্লার। ‘প্রকৃত নেতারা শুধু খেলেন না, খেলার সুযোগও করে দেন’। এদিন ফেসবুকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর নিজের খেলার মাঠের একটি অঙ্কন-চিত্র পোস্ট করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য লক্ষ্মীর। সরাসরি কিছু না বলে লক্ষ্মী তাঁর এই মন্তব্যের মধ্য দিয়ে ঘুরিয়ে কি তাঁর ছেড়ে যাওয়া দলকেই বার্তা দিতে চাইলেন? ইতিমধ্যেই বিষয়টি নিয়ে শুরু জল্পনা।
উল্লেখ্য, গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত হাওড়া। জেলা তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই। যদিও অরূপ রায়কে সরিয়ে হাওড়া জেলা নেতৃত্বে গুরু দায়িত্ব দেওয়া হয়েছিল লক্ষ্মীকে।
কিন্তু দায়িত্ব পেয়েও তিনি কোনও কাজ করতে পারছিলেন না বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগ থেকেই দলীয় কর্মসূচি থেকে ধীরে-ধীরে নিজেকে সরিয়ে নিতে শুরু করেছিলেন লক্ষ্মী। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন জেলা তৃণমূলের অন্যতম প্রধান নেতা অরূপ রায়। তিনি জানিয়েছেন, তাঁর সঙ্গে সম্পর্ক ভালো ছিল।
লক্ষ্মীর রাজনৈতিক ভবিষ্যৎ যাই হোক না কেন, বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীরতন শুক্লার ইস্তফা নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসের কাছে বড় ধাক্কা। ২০১৬ সালে শাসক দলে যোগ দিয়েছিলেন লক্ষ্মীরতন শুক্লা। এলাকায় বেশ সুনাম আছে তাঁর। মানুষের সঙ্গে মিশে কাজ করতেন। শুনতেন সাধারণের অভাব-অভিযোগও। তবে তাল কাটল সম্প্রতি হঠাৎই মন্ত্রিত্ব ছেড়ে দেন লক্ষ্মীরতন শুক্লা। মুখ্যমন্ত্রীকে ইস্তফাপত্র পাঠিয়ে দেন। তার পরেই হাওড়া জেলা তৃণমূল সভাপতি পদ থেকেও পদত্যাগ করেন তিনি।
এরপর ক’দিন সেভাবে মুখ খোলেননি লক্ষ্মী। আজই ফেসবুকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে নিজের একটি হাতে আঁকা ছবি ফেসবুকে পোস্ট করেন লক্ষ্মী। ক্যাপশনে তিনি লেখেন, ‘‘প্রকৃত নেতারা শুধু খেলেন না, খেলার সুযোগও করে দেন।’’ রাজনৈতিক মহলের একাংশ বলছে, শাসকদল তৃণমূলকেই নাম না করে নিশানা করেছেন রাজ্যের প্রাক্তন এই মন্ত্রী। তৃণমূলে থাকাকালীন কাজ করতে না পারার ‘যন্ত্রণা’ থেকেই সম্ভবত লক্ষ্মীর এই পোস্ট।
Be the first to comment