লেবাননে বৃটিশ কূটনীতিককে হত্যা

Spread the love

রেবেকা ডাইকস নামের একজন বৃটিশ কূটনীতিকের মরদেহ উদ্ধার করেছে লেবাননের পুলিশ। ৩০ বছরের মিস রেবেকা একজন লেবাননের বৃটিশ দূতাবাসের কর্মকর্তা। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ধারণা করা হচ্ছে। শনিবার লেবাননের রাজধানী বেইরুটের পশ্চিম অংশের মেটন হাইওয়ের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার গলায় দড়ি প্যাঁচানো ছিলো। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তারা এই হত্যার প্রকৃত কারণ অনুসন্ধান করছেন। এই হত্যার সঙ্গে ধর্ষণের কোন সংশ্লিষ্টতা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। সূত্র থেকে জানিয়েছে, মিস রেবেকার গলায় আঘাতের চিহ্ন দেখতে পাওয়া গেছে এবং তিনি ধর্ষণের শিকার হয়েছেন। শুক্রবার রাতে সহকর্মীদের সঙ্গে বেইরুটের গেম্মাইজে এলাকার একটি পানশালায় যান মিস রেবেকা। মধ্যরাতে তিনি বের হয়ে যান। মিস রেবেকার লিংকড-ইন প্রোফাইল অনুসারে, তিনি বৃটিশ সরকারের বিরোধ, স্থায়িত্ব এবং নিরাপত্তা সংক্রান্ত প্রোগ্রামের আওতায় ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি)-এর প্রোগ্রাম এবং পলিসি ম্যানেজার ছিলেন। তার বন্ধুরা জানিয়েছেন, বড়দিনের ছুটি কাটাতে শনিবার বৃটেনে যাবার কথা ছিলো তার। ডিএফআইডি’র একজন মুখপাত্র তার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, এই বেদনাদায়ক মুহূর্তে আমরা তার পরিবার এবং বন্ধুদের পাশে আছি। বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তদন্ত করছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় মিস রেবেকার পরিবারকে পূর্ণ সহযোগিতা প্রদান করতে সচেষ্ট রয়েছে। এ প্রসঙ্গে মন্ত্রণালয় জানিয়েছে, তারা লেবাননের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছে। এক মুখপাত্র বলেন, বেইরুটে মৃত্যুবরণকারী বৃটিশ ওই নারীর পরিবারকে সহযোগিতা করা হচ্ছে। আমরা স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি।
তথ্য এবং ছবি সূত্র থেকে প্রাপ্ত

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*