কন্যাশ্রীর মোড়কে লক্ষ্মীশ্রী। মধ্য কলকাতার সর্বজনীন লক্ষী পুজোটি হঠাৎ দেখলে মনে হতেই পারে কন্যাশ্রীর বিজ্ঞাপন। তবে, মন দিয়ে দেখলে ভুল ভাঙবে। বাংলার ঘরে ঘরে লক্ষী, সেই বার্তাই মণ্ডপ জুড়ে।
২০ বছরে পড়ল লেবুতলা পার্কের সর্বজনীন লক্ষী পুজো। প্রতি বছরই থাকে নতুন চমক। এবারের থিমও ছিল বেশ মনগ্রাহী। মা লক্ষীর বিরাজ বাংলার প্রত্যেক ঘরেই। প্রশাসনিক, সাংগঠনিক ক্ষেত্রে নারী শক্তিই কেন্দ্রে, যা চাক্ষুস করতে পারবেন এই পুজো মণ্ডপে।
বুধবার সকাল থেকে ঘরে ঘরে কোজাগরী লক্ষীর পুজো চলছে মহা সমারোহে। সন্ধ্যা গড়াতেই ভিড় জমছে মধ্য কলকাতার সর্বজনীন লক্ষী পুজোয়। মন ভরাতে ঘুরে যেতেই পারেন এই লক্ষী মণ্ডপে।
Be the first to comment