সমঝোতার বার্তা দিয়ে ৬ অক্টোবর পথে বাম-কংগ্রেস

Spread the love

সমঝোতার বার্তা দিয়ে ফের যৌথভাবে পথে নামতে চলেছে বাম ও কংগ্রেস। শুধু কলকাতায় নয়, মঙ্গলবার রাজ্যজুড়ে বৃহত্তর কর্মসূচি নিয়েছে তারা। উত্তরপ্রদেশের হাথরস সহ একাধিক জায়গায় মহিলাদের উপর যে নির্যাতন ও খুনের ঘটনা ঘটেছে তার প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া নেওয়া হয়েছে। এদিকে গতকালই হাথরসের ঘটনার প্রতিবাদে মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে বাম ও কংগ্রেসের শাখা সংগঠন।

পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও ডেবরায় দুই যুবতিকে ধর্ষণের পর খুনের অভিযোগ উঠেছে। এই কর্মসূচিতে তা নিয়েও প্রতিবাদ করা হবে। মহিলাদের উপর আক্রমণের ঘটনাগুলির যথাযথ বিচারের দাবি জানাবে তারা।

আবদুল মান্নান, প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে গতকাল দীর্ঘক্ষণ বৈঠক করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে , ৬ অক্টোবর বিকেল সাড়ে তিনটের সময় ধর্মতলার মেট্রো চ্যানেলে জমায়েত করা হবে । রপর প্রতিবাদ মিছিল লেনিন সরণি, মৌলালি, মল্লিক বাজার, পার্ক স্ট্রিট হয়ে লেডি ব্র‍্যাবোর্ন কলেজের সামনে শেষ হবে।

এই মিছিলে তৃণমূল ও বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক সংগঠন ও গণসংগঠনকে সামিল হওয়ার আবেদন জানানো হয়েছে। এছাড়াও প্রতিটি জেলাতেই এই কর্মসূচি পালন করা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*