রবিবার বাম-কংগ্রেসের ব্রিগেড সমাবেশ; কেমন চলছে তোড়জোড়!

Spread the love

আগামী রবিবার বাম-কংগ্রেসের যৌথ ব্রিগেড সমাবেশ। ফুরফুরা শরিফের পিরজাদা আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সমাবেশে থাকবে।

উত্তর এবং দক্ষিণবঙ্গের দূর জেলার সমর্থকদের কলকাতায় রাখতে প্রস্তুতি শুরু করেছে বামেরা। কংগ্রেসও উত্তরবঙ্গের কর্মী সমর্থকদের কলকাতায় রাখার প্রস্তুতি শুরু করে দিয়েছে। শিয়ালদহ স্টেশনের কাছে একটি বড় হল বুক করেছে কংগ্রেস। ইডেন গার্ডেন্সের পাশেও একটি জায়গায় কর্মী-সমর্থকদের রাখার পরিকল্পনা করেছে তারা। এছাড়া বড়বাজার-সহ মধ্য কলকাতায় একাধিক গেস্ট হাউস ও ধর্মশালা বুক করেছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। ব্যবস্থা হয়েছে হাওড়াতেও।

শনিবার দুপুর ও রাতের খাবার, রবিবার সকালের টিফিন এবং দুপুরের খাবারের আয়োজন করেছে সিপিএম। পুরোপুরি প্যাকেট বন্দি খাবার পরিবেশন করা হবে। প্রতি বেলার খাবারের জন্য কলকাতার ৪০টি এরিয়া কমিটির প্রতিটি কমিটিকে ৩০০ প্যাকেট খাবার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। প্যাকেটে থাকবে পাঁচটি রুটি, সব্জি এবং লাড্ডু।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*