ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে বাম-কংগ্রেসের জোট প্রায় সম্পূর্ণ। গতকাল হুগলির বৈদ্যবাটিতে ত্রিপাক্ষিক বৈঠক শেষে এমনটাই জানালেন আব্বাস সিদ্দিকির ভাই তথা সংগঠনের চেয়ারম্যান নৌশাদ সিদ্দিকি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত আসন নিয়েই রফা সম্পূর্ণ হয়েছে। আর সামান্য কিছু বাকি রয়েছে। আশা করছি আমরা সকলে আগামীদিনে একটি দুর্নীতি মুক্ত বাংলা গড়তে পারব।’
বাম কংগ্রেসের সঙ্গে ISF-এর জোট নিয়ে এদিন সদর্থক বক্তব্য শোনা যায় মহম্মদ সেলিমের গলায়। তিনি বলেন, ‘বাম-কংগ্রেস জোটের সঙ্গে এই প্রথম ISF সমঝোতায় এল। ২৯৪টি আসনের জন্য আমরা প্রতিটি জেলা ধরে ধরে আলোচনা করেছি। দক্ষিণবঙ্গের বেশিরভাগ আসন নিয়েই বোঝাপড়া সম্পন্ন হয়েছে। যেটুকু বাকি রয়েছে তা আগামীদিনে তিনটি দলের শীর্ষ নেতৃত্বের তরফে জানিয়ে দেওয়া হবে।’
সূত্রের খবর ২৮ ফেব্রুয়ারি ব্রিগেডে আব্বাস সিদ্দিকির উপস্থিতি নিয়েও সদর্থক ইঙ্গিত দিয়েছেন তিনি।
Be the first to comment