
রোজদিন ডেস্ক, কলকাতা:- যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশদ্বার বন্ধ করে সেখানে পিকেটিং করা হয়েছে। একাংশে এসএফআই, আর একদিকে এআইডিএসও-র নেতাকর্মীরা সম্মিলিতভাবে পিকেটিং করে বিক্ষোভ প্রদর্শন করছেন। স্লোগানের সঙ্গে চলছে গান গাওয়া। চলছে পোস্টার লেখা। লাগানো হয়েছে ব্যানার। সেই কর্মসূচিতেই সামিল হলেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ধর্মঘটে হাজির হয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গ্রেফতারির দাবি জানালেন তিনি। পাশাপাশি ছাত্র ধর্মঘট সফল বলে দাবি এসএফআইয়ের রাজ্য সম্পাদকের।
এদিন সকাল থেকেই ছাত্র ধর্মঘটে রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলার খবর পাওয়া গিয়েছে। তবে কলকাতা বিশ্ববিদ্যালয় হোক বা প্রেসিডেন্সি থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেই অর্থে উত্তেজনা ছিল না বললেই চলে। যদিও ধর্মঘটকারীরা পরীক্ষার্থী, অভিভাবক বা যারা বিভিন্ন নির্দিষ্ট কাজে এসেছেন তাদের কাউকেই বাধাদান করেননি বলে দাবি তাঁদের। শুধুমাত্র এদিন অন্যান্য দিনের মতো যে সমস্ত ক্লাসগুলি হওয়ার কথা ছিল বিশ্ববিদ্যালয়ে, সেগুলি বন্ধ রয়েছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে পিকেটিং করিয়েছেন এসএফআই ও এআইডিএসও কর্মীরা। তাঁদের কথায়, “আমরা কাউকে জোর করে ধর্মঘটে সামিল করছি না। তবে এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের যে চিত্র তাতে স্বতঃস্ফূর্তভাবেই সাধারণ ছাত্র-ছাত্রীরা এই ধর্মঘটকে সর্বাত্মক করে তুলেছে। তাই ক্লাস রুমগুলি ফাঁকা।”
Be the first to comment