লিওনার্দো দ্য ভিঞ্চি নুড মোনালিসাও এঁকেছিলেন

Spread the love

তপন মল্লিক চৌধুরী,

লিওনার্দো দ্য ভিঞ্চি ইতালির ফ্লোরেন্স শহরে ১৫০৩ সালে মোনালিসা আঁকা শুরু করেছিলেন। সেই ছবি এখনও অনেকের কাছে রহস্য। সবাই এমনটাই জানেন যে ফ্লোরেন্সের একজন বস্ত্র ব্যবসায়ী ফ্রানচেসকো দেল জিয়োকন্দোর অনুরোধে ভিঞ্চি মোনালিসা ছবিটি আঁকেন। ধারণা করা হয় যে মোনালিসা ছবিটির নারী জিয়োকন্দোর স্ত্রী লিসা জেরাদিনির। কিন্তু এই রহস্য উদ্ঘাটন হওয়ার আগেই ফ্রান্সের একটি জাদুঘরে প্রায় দেড়শ বছর আগের তৈরি একটি নগ্ন মূর্তি পাওয়া যায়। যার সঙ্গে লিওনার্দো দ্য ভিঞ্চির চিত্রকর্ম মোনালিসার অনেক মিল রয়েছে।  কাঠ-কয়লা দিয়ে আঁকা ১৫০ বছরের বেশি সময় আগের নগ্ন ওই চিত্রকর্ম নিয়ে ধন্দে পড়ে যান চিত্রশিল্প বিশেষজ্ঞরা।

মোনা ভানা নামে পরিচিত চিত্রকর্মটি একসময় লেওনার্দো দা ভিঞ্চির (১৪৫২-১৫১৯) স্টুডিওতে ছিল। এর সঙ্গে মোনালিসার দেহাবয়বের অনেক মিল খুঁজে পাওয়া যায়। সেকারণে এটিকে মোনালিসারই চিত্রকর্ম বলে দাবি করেন এক ফরাসি শিল্পবিশেষজ্ঞ।

চিত্রকর্মটি প্যারিসের লুভর জাদুঘরে নিয়ে পরীক্ষার পর কিউরেটররা ধারণা করছেন, এর কিছুটা হলেও লেওনার্দোর আঁকা। অথচ দেড় শ বছর ধরে ভাবা হত এটি ভিঞ্চির স্টুডিওর কোনও শিক্ষানবিশ শিল্পীর আঁকা একটি চিত্রকর্ম মাত্র। ১৮৬২ সাল থেকে প্যারিসের উত্তরের শ্যান্তিলে প্রাসাদে অবস্থিত কনডে জাদুঘরে রেনেসাঁস যুগের শিল্প সংগ্রহশালার মধ্যে পড়ে ছিল এটি।

ফ্রান্সের ওই জাদুঘরের কিউরেটর ম্যাথিউ দেলদিকে জানান, স্কেচটি যে লিওনার্দো দ্য ভিঞ্চির নিজের করা এ ব্যাপারে স্পষ্ট প্রমাণ পেয়েছেন তারা। ম্যাথিউ দেলদিকে এ কথাও বলেন, যেভাবে এই স্কেচটিতে মুখ ও হাতের অংশটি আঁকা হয়েছে, তা সত্যিই বিস্ময়কর। এটা অবশ্যই কোনও খসড়া নয়। তারা এমন কিছু একটা লক্ষ্য করেছিলেন;  যা মোনালিসা আঁকার সময়ই তৈরি হয়েছিল ভিঞ্চির জীবনের শেষ ভাগে। ম্যাথিউ দেলদিকে আরও বলেন,  যেটি দেখে মনে হয়েছিল মূল পেইন্টিংটি আঁকার প্রস্তুতি হিসেবে ভিঞ্চি ওটি এঁকেছিলেন। এদিকে লুভর জাদুঘর, যেখানে ভিঞ্চির মোনালিসা সংরক্ষিত আছে, সেখানকার একজন বিশেষজ্ঞ ব্রুনো মটিন নিশ্চিত করে বলেছেন স্কেচটি লিওনার্দোর জীবনকালেই আাঁকা হয়েছিলো।  অনেকেরই ধারণা ছবিটির পুরোটা না হলেও অন্তত আংশিক একটা অংশ এঁকেছেন স্বয়ং লিওনার্দো দ্য ভিঞ্চি। কারণ মোনালিসার এমন নগ্ন ছবি এর আগে কেবল ভিঞ্চির নিজস্ব স্টুডিওতেই পাওয়া গিয়েছিল। এবং সেই ছবিটি ‘মোনা ভান্না’ নামেই পরিচিত। অথচ বিগত দেড় দুশো বছর ধরে ভাবা হত এটি ভিঞ্চির স্টুডিওর কোনও শিক্ষানবিশ শিল্পীর আঁকা একটি স্কেচ মাত্র।

১৬শ’ শতাব্দীর নবজাগরণের অন্যতম অগ্রদূত হলেন লিওনার্দো দ্য ভিঞ্চি। তার আঁকা ছবিতে রয়েছে গভীর দর্শনের ছাপ। তার আঁকা মোনালিসা শিল্প জগতের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী কর্ম। তবে অনেকেই মনে করেন, ভিঞ্চি মোনালিসার একাধিক ছবি এঁকেছিলেন ।

যা দেখে  চিত্রকর্মটি মোনালিসার বলে মনে হয়-  হাত দুটি এবং শরীর প্রায় অভিন্ন, চিত্রকর্মটি প্রায় একই আকারের, দেহের চারপাশের অবয়ব একই, যা একই ক্যানভাসকে চিহ্নিত করে। লুভর জাদুঘরের সংরক্ষণ বিশেষজ্ঞ ব্রুনো মাতিন বলেন, চিত্রকর্মটি ষোড়শ শতাব্দীর গোড়ার দিকে লেওনার্দোর সময়কালের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*