রবিবার সকালে ডুয়ার্সের মাল ব্লকের বেন্টগুড়ি চা বাগান সংলগ্ন এলাকার মুন্সিলাইন থেকে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের দেহ উদ্ধার করা হলো। বাঘটির গলায় একটি কলার আইডি ছিল বলে জানা গিয়েছে। সূত্রের খবর, গত ২২ ফেব্রুয়ারি রাঙ্গামাটি চা বাগান থেকে খাঁচাবন্দি করা হয় একটি চিতাবাঘকে। তার ঠিক ২ দিন পরে অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি সেই বাঘটিকেই কলার আইডি পরিয়ে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
তবে বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, সম্ভবত ওই চিতা বাঘটি গরু মারা জঙ্গল থেকে বেরিয়ে কোনোভাবে লোকালয়ে ঢুকে যায়। তবে মৃত্যুর সঠিক কারন এখনও জানা যায়নি। কলার আইডি থাকার কারনে বাঘের মৃত্যু হয়েছে বলে অনুমান বন দফতরের আধিকারিকদের।
Be the first to comment