এবার গরমের ছুটি পড়ার আগেই শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে আসছে চিতাবাঘ৷ জানা গেছে পয়লা বৈশাখের আগেই সেখানে লেপার্ড সাফারি চালু করা হবে। পর্যটকরা একেবারে গাড়িতে বসেই চিতাবাঘ দেখতে পারবেন। সবটা মিলিয়ে প্রায় ২০ একর জমিতে তৈরি হচ্ছে চিতাবাঘের আবাস৷ তবে লেপার্ড সাফারি চালু হলে পর্যটকদের ভিড় আরও বাড়বে বলে আশা করছেন বনকর্তারা৷
তবে আপাতত বেঙ্গল সাফারি কর্তৃপক্ষকে প্রথমে দু’টি লেপার্ড ছেড়ে সাফারি চালু করতে নির্দেশ দেওয়া হয়েছে৷ ২০১৮ -এর ডিসেম্বরের মধ্যে বেঙ্গল সাফারির কাজ সম্পূর্ণ করার পরিকল্পনা ছিল৷ সেখানে এপ্রিলেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে জানা যায়।
– মাসানুর রহমান
Be the first to comment