রাজ্যে বেড়ে চলা হিংসা নিয়ে এবার মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি লিখলেন বিশিষ্টরা

Spread the love

রাজ্যে হিংসার ঘটনা নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি লিখলেন বিশিষ্টরা ৷ অপর্ণা সেনসহ ১০ জন বিশিষ্ট চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ সেখানে কয়েকটি ঘটনার কথা উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা ৷ শনিবার নদিয়ার কল্যাণীতে পার্শ্ব শিক্ষকদের আন্দোলন তুলতে লাঠিচার্জ করে পুলিশ ৷ ওই ঘটনার উল্লেখ করে অপর্ণা সেনরা চিঠিতে লিখেছেন, শিক্ষকদের শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন তুলতে আলোচনার বদলে অগণতান্ত্রিক উপায়ে পুলিশকে ব্যবহার করা হয়েছে ৷ যাঁরা অবস্থানে বসেছিলেন, তাঁদের উপর পুলিশ লাঠিচার্জ করে ৷ পরে গ্রেফতারও করে ৷

এরপর সোমবার কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পার্ট টাইম টিচাররা সুবোধ মল্লিক স্কয়্যারে অনশনে বসার কর্মসূচি নিয়েছিলেন ৷ কিন্তু, পুলিশ জোর করে কর্মসূচি বন্ধ করে এবং অনেককে গ্রেফতার করে নিয়ে যায় ৷ শিক্ষকদের উপর পুলিশের হামলার তীব্র নিন্দা করা হয়েছে চিঠিতে ৷ একইসঙ্গে যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক উপায়ে কীভাবে এই ইস্যুর সমাধান করা যায়, তার আবেদন জানিয়েছেন বিশিষ্টরা ৷ চিঠিতে ১৫ অগাস্টের একটি ঘটনাও উল্লেখ করেছেন অপর্ণা সেনরা ৷ অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের কমপ্লেক্সে তিনটি পথনাটকের আয়োজন করেছিল অ্যাক্টরস ইউনাইটেড ৷ পথনাটক শেষে অ্যাক্টরস ইউনাইটেডের এক সদস্য শুভঙ্কর দাসশর্মা বাড়ি ফিরছিলেন ৷ দমদমে কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায় ৷ তাঁর চোখে কিছু ঘষে দেয় দুষ্কৃতীরা ৷ যাতে সাময়িক ভাবে কিছু দেখতে পাননি তিনি ৷ হামলাকারীদের যাতে তিনি পরে চিহ্নিত করতে না পারেন, সেজন্য এমন করেছিল দুষ্কৃতীরা ৷

চিঠিতে বিশিষ্টরা লিখেছেন, শিল্পীদের মুক্ত চিন্তায় বাধা দিতেই এই হামলা বলে তাঁরা মনে করছেন এবং দেশের যেকোনও প্রান্তে গণপিটুনির ঘটনার মতো এরও নিন্দা করা উচিত ৷ এইসব ঘটনার নিন্দা করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন বিশিষ্টরা ৷ অপর্ণা সেন ছাড়াও চিঠিতে সই করেছেন বোলান গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, মুদার পাথেরিয়া, পরমব্রত চট্টোপাধ্যায়, পিয়া চক্রবর্তী, রেশমি সেন, ঋদ্ধি সেন, রূপশা দাশগুপ্ত, সোহাগ সেন ৷

তবে রাজ্যে হিংসা নিয়ে বিশিষ্টদের চিঠি প্রসঙ্গে এখনও কোনও মন্তব্য করেননি মুখ্যমন্ত্রী ৷ তবে শিক্ষকদের আন্দোলন নিয়ে সোমবার হাওড়ায় তিনি বলেন, কথায় কথায় আন্দোলন মানব না ৷ শিক্ষকরা আন্দোলনে বসলে শিশুরা কী শিখবে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*