কমিশনের বিশেষ পর্যবেক্ষককে সরানোর দাবি জানালো তৃণমূল কংগ্রেস

Spread the love

আর দু’দিন বাদেই বাংলায় তৃতীয় দফার ভোট গ্রহণ হবে। তার আগে শনিবার নির্বাচন কমিশনের বিশেষ কেন্দ্রীয় পর্যবেক্ষক অজয় নায়েক বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন,পনেরো বছর আগে বিহারে যা অবস্থা ছিল, এখন সেই অবস্থা বাংলায়। তাঁর আরও মন্তব্য, বাংলার পুলিশের উপর আস্থা হারিয়েছে সাধারণ মানুষ। কমিশনের কেন্দ্রীয় পর্যবেক্ষকের এই মন্তব্যের তীব্র আপত্তি জানিয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের বক্তব্য, রাজনৈতিক মন্তব্য করছেন কমিশনের পর্যবেক্ষক। পক্ষপাতদুষ্ট আচরণ করছেন। এমনিতেই বিজেপি ও আরএসএস-এর সঙ্গে ওঁর বহুদিনের সখ্যতা রয়েছে। তবে তৃণমূলের দাবি, তাঁকে অবিলম্বে বিশেষ কেন্দ্রীয় পর্যবেক্ষকের পদ থেকে সরানো হোক।

বিশেষ পর্যবেক্ষকের মন্তব্যের কারণ নির্বাচন কমিশনের বিশেষ কেন্দ্রীয় পর্যবেক্ষকের মতকে জাতীয় নির্বাচন কমিশনের মত বলেই ধরে নেওয়া যেতে পারে। তিনি নির্বাচন কমিশনের প্রতিনিধি। কিন্তু তিনি যে মন্তব্য করেছেন, তা বাংলায় বিরোধী দলগুলি তথা বিজেপি, কংগ্রেস এবং সিপিএম, তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক অস্ত্র করে নিতে পারে। তৃণমূল মূলত সেই উদ্বেগ নিয়েই কড়া চিঠি দিয়েছে কমিশনকে।

তৃণমূলের এই চিঠির পর কমিশন এখন কী পদক্ষেপ করে সেটাই দেখার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*