আন্তর্জাতিক ফুটবল কিংবদন্তী জর্জ উইয়া আফ্রিকার দেশ লাইবেরিয়ায় নতুন এক প্রেসিডেন্ট হয়েছেন। সোমবার থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি চেলসি এবং ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের হয়ে দীর্ঘদিন খেলেছেন। তিনিই একমাত্র আফ্রিকান ফুটবলার যিনি ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন। সূত্রের খবর, লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়ার যে স্টেডিয়ামে উইয়ার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, সেখানে রাত থেকেই মানুষ জড়ো হতে শুরু হয়েছেন। সেলেব্রিটি ফুটবলাররা এসে যোগ দিয়েছেন এই অনুষ্ঠানে।
যেমন, চেলসির দিদিয়ে দ্রগবা, ক্যামেরুনের স্যামুয়েল এটো এবং নাইজেরিয়া থেকে সানডে ওলিসে ও টারিবো ওয়েস্ট – সবাই এসেছেন।
কিন্তু তিনি যতই জনপ্রিয় হোন না কেন তাঁর সামনে বিরাট চ্যালেঞ্জ। লাইবেরিয়ায় ১৯৯০-এ গৃহযুদ্ধের জের এখনও কাটেনি। অর্থনীতি পর্যুদস্ত। বেকারত্বের হার অনেক বেশি। ইবোলা ভাইরাসের আতঙ্কে বিদেশি পর্যটক কিংবা ব্যবসায়ীরা লাইবেরিয়ায় যাচ্ছেন না। তবুও জর্জ উইয়ার প্রতি আস্থা রেখে লাইবেরিয়ানরা তাকিয়ে আছেন এক নতুন ভবিষ্যতের দিকে।
ফাইল ছবি
Be the first to comment