জিন্দেগি কি সাথ ভি, জিন্দেগি কি বাদ ভি

Spread the love

জিন্দেগি কি সাথ ভি, জিন্দেগি কি বাদ ভি – এইরকমই বিজ্ঞাপন দেয় Life Insurance Corporation of India। আমানতকারীরা নিশ্চিন্তে অর্থ রাখেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীন এই পাবলিক সেক্টর নিগমে। কিন্তু সর্ষের মধ্যেই যে ভূত। LIC র Development Officerরা হঠাৎ স্যালারি অ্যাকাউন্ট চেক করার সময় দেখেন মাইনে কমে গেছে। Increment তো দূর অস্ত কোনো অজানা কারণে হয়ে যাচ্ছে Decrement। অন্যদের রক্ষক হওয়ার প্রতিশ্রুতি দেয় যে LIC, সেই নিজের কর্মচারীদের ভক্ষক হয়ে যাচ্ছে। প্রায় ১২০০০ Development Officer এর শিকার। এখানেই শেষ নয় যখন তখন হচ্ছে ছাঁটাই। কোনো যুক্তি না দেখিয়েই ধরিয়ে দেওয়া হচ্ছে অবসরের নোটিশ। একটা ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন – যেখানে কেন্দ্রীয় বা রাজ্য সরকার মাতৃত্বকালীন ছুটি বাড়াচ্ছে, এমনকি ছেলে মেয়েদের প্রতিপালনের childcare লিভ দিচ্ছে, সেখানে LIC’র এক মহিলা Development Officer মেটারনিটি লিভ শেষ করে অফিসে ঢুকে শুনলেন যে তাঁর চাকরি নেই। এটা ঘটেছে খোদ কলকাতাতেই। নিজেদের কর্মচারীদের জিন্দেগি যারা নষ্ট করছেন তারা আমানতকারীদের জিন্দেগি কি করে তৈরী করবেন।

সারাভারত জুড়ে চলছে এই ছাঁটাই পর্ব। ২৪ বছর ধরে কাজ করার পর  প্রৌঢ়ত্বে পৌঁছে (৫৮ বছর) একজন Development Officer ভয়ে VRS নিতে বাধ্য হলেন। ছাঁটাইয়ের কথা শুনে উত্তরপ্রদেশের এক Development Officer আত্মহত্যা করেছেন। Team Legal Development Officer’s Welfare Society হল এমনই একটি সংগঠন যারা LIC কর্তৃপক্ষের বিরুদ্ধে লড়াই চালানোর সাহস দেখিয়েছেন। উত্তরপ্রদেশের এই আত্মহত্যার ঘটনাটি তাঁরা National Human Rights Commission এ নিয়ে যান। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন কমিশন। LIC কে কমিশন বলে ৮ সপ্তাহের ভেতর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। এখন মৃত ব্যক্তির স্ত্রী সবরকম সুযোগ সুবিধা পেয়েছেন এবং ক্লার্ক পদে চাকরিও পেয়েছেন।

কেন্দ্রীয় সরকারের Ministry of Social Justice of Empowerment-ও কর্মচারীদের অধিকার রক্ষায় এবং চাকরি সুরক্ষিত করতে যথেষ্ট সাহায্য করছেন।

চাকরির নিরাপত্তাহীনতায় ভোগা মানুষগুলি সাংবাদিক সম্মেলন করে প্রেস ক্লাবে।

Team Legal Development Officer’s Welfare Society র প্রেসিডেন্ট অনুপ কুমার দত্ত বলেন, আমাদের লড়াই জারি থাকবে। সারা দেশের একটি মানুষকে অনায্যভাবে ছাঁটাই করলে আমরা গর্জে উঠব। এর জন্য যতদূর যাওয়ার আমরা যাবো। আমরাই সত্য করবো LIC’র দেওয়া ঐ স্লোগান, জিন্দেগি কি সাথ ভি, জিন্দেগি কি বাদ ভি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*