দেশব্যাপী পালিত হলো “লাইটস অফ” কর্মসূচী

Spread the love

করোনাভাইরাসকে পরাস্ত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিয়ে ভারতে ন’ মিনিটের জন্য পালিত হল “লাইটস অফ” কর্মসূচী। লকডাউন দেশে করোনা আক্রান্তের সংখ্যা পেরোল ৩৫৭৭, মৃত্যু সংখ্যা ছুঁল ৮৩। সেই আবহেই আগুনের শিখায় করোনা মোকাবিলা করতে রাত ন’টায় মোমবাতি জ্বালানোর কথা স্মরণ করালেন মোদী।

এ দিন নরেন্দ্র মোদির ডাকে সাড়া দিয়ে নিজের বাসভবনকে প্রদীপে সাজান যোগী আদিত্যনাথ। প্রদীপের আলোয় লেখা হয় ‘ওম’। প্রদীপ জ্বালান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

করোনা পরিস্থিতিতে রবিবার রাত ৯টায় ৯ মিনিট বিদ্যুৎ বন্ধ করে মোমবাতি, টর্চ, মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালানোর বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে সেই কথাই দেশবাসীকে আরও একবার স্মরণ করালেন মোদী।

এদিকে, করোনা আবহে এবার চাঞ্চল্যকর ঘোষণা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের। রবিবারই দেশে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩৩৭৪ জন, মৃত্যু হয়েছে ৭৯ জনের। সেই আবহে আইসিএমআর-এর তরফে জানান হয় যে, “যদি এটা বায়ুবাহিত রোগ হত তাহলে আক্রান্তদের পরিবারও এই ভাইরাসে আক্রান্ত হত। কিন্তু সেটা হয়নি। হাসপাতালগুলিতেও সেইভাবে সংক্রমণ ছড়ায়নি।” গত ১২ ঘন্টায় ৩৫৫ জনের শরীরে সংক্রমণ ঘটেছে। মৃতের সংখ্যা ৭৭। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, করোনা আক্রান্ত তিন হাজারের মধ্যে ২১২ জন সুস্থ হয়ে গিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*