ইডেন গার্ডেন্সে চলা দেশের প্রথম দিন-রাতের টেস্টে ভারতীয় ফাস্ট বোলারদের দাপটে শুক্রবার তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং-এর টপ অর্ডার। তবু সাত নম্বরে ব্যাট করতে নামা বাংলাদেশের উইকেটরক্ষক লিটন দাস কিছুটা লড়াই করেছিলেন। ৫টি চারের সহযোগে ২৭ বলে ২৪ রানে ব্যাট করছিলেন লিটন। ঠিক তখনই ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ শামির একটি বাউন্সার সরাসরি তাঁর হেলমেটে গিয়ে আঘাত করে।
আর সেই চোটের জেরে খেলা ছেড়ে মাঠের বাইরে চলে যান বাংলাদেশের লিটন দাস। তাঁর সাবস্টিটিউট হিসেবে ব্যাট করেন মেহেদি হাসান। তবে তিনিও ৮ রান করে ইশান্ত শর্মার বলে আউট হয়ে যান। অন্যদিকে আহত লিটনকে ভর্তি করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। সিটি স্ক্যানের রিপোর্ট ভালো আসতেই প্রাথমিক চিকিৎসার পর লিটনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তবে তাঁকে বিশ্রাম নিতে বলা হয়েছে।
অন্যদিকে এই ম্যাচেই বাংলাদেশের হয়ে আট নম্বরে ব্যাট করতে নামেন নইম হাসান। ভালো খেলছিলেন তিনিও। চারটি চার সহযোগে ২৮ বলে ১৯ রান করেন নইম। আর তখনই ভারতীয় ফাস্ট বোলার ইশান্ত শর্মার বলে বোল্ড হন তিনি। তার মধ্যেই সেই মহম্মদ শামির বল মাথায় লাগে নইমের। আউট হওয়ার পর তাঁকেও কলকাতার একই হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকেও ছেড়ে দেওয়া হয়।
নইম শনিবার সকালে নামতে পারবেন বলে আশাবাদী বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তবে লিটনকে নিয়ে চিন্তা রয়েছে বলে জানিয়েছেন তাঁরা। যদিও হাসপাতাল সূত্রে খবর, লিটনের স্ক্যান হয়েছে। তাঁর আঘাত গুরুতর নয়।
Be the first to comment