গতকাল দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচ খেলেছে লিভারপুল। ম্যাচের আগে সামান্য বৃষ্টিতে মাঠ কিছুটা শীতল হয়ে উঠেছিল। সমর্থকদের আনন্দ দিতে দুটো দারুণ গোল করলেন মোহাম্মদ সালাহ। সালাহর দুই গোলের পাশাপাশি আরো দুই গোলে সহায়তা করেছেন। রোমাকে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লিগে তাঁর দল লিভারপুল হারিয়েছে ৫-২ ব্যবধানে। এ জয়ে ফাইনালের পথ অনেকটা এগিয়ে রেখেছে প্রিমিয়ার লিগের দলটি। তবে শেষের দিকে দুই গোল করে দ্বিতীয় লিগের জন্য ম্যাচটি ঝুলিয়ে রেখেছে রোমা।
এদিন শুরু থেকেই লিভারপুল ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে খেলেছে। ম্যাচের ৩৫ মিনিটের মাথায় সালাহ চোখ ধাঁধাঁনো এক গোল করেছেন। এরপর প্রথমার্ধের অতরিক্ত সময়ে আরও এক দারুণ গোল করেন সালাহ ২-০ তে এগিয়ে দেন লিভারপুলকে। শেষমেষ রোমাকে বিধ্বস্ত করে দেন ৫-০ গোলে। ম্যাচের ৮১ মিনিটে প্রথম গোল করে রোমা। এর তিন মিনিট পর ৮৪ মিনিটে পেনাল্টি পায় রোমা। গোল করেন পেরাত্তি। ব্যবধান কমিয়ে আনেন ৫-২ এ। আপাতত রোমার জন্য এই অ্যাওয়ের দুই গোলই ভরসা। রোমার সামনে লিভারপুলের বিরুদ্ধে ঘরের মাঠে ফিরতি লিগে ব্যবধান কমিয়ে ফাইনালে ওঠার সুযোগ। বার্সেলোনার সঙ্গে রোমা যেহেতু এমন ভাবে ফিরে আসতে পেরেছে লিভারপুলের বিরুদ্ধে তারা নিশ্চয়ই সেই স্বপ্নটা দেখবেন।
ফাইল ছবি
Be the first to comment