নতুন বছরে টেনিস ব়্যাকেট তুলে রাখবেন লিয়েন্ডার পেজ। বড়দিনের সন্ধ্যায় তিনি তাঁর ফ্যানদের শুভেচ্ছা বার্তায় নিজের অবসরের কথা জানিয়ে দিলেন। ৪৬ বছর বয়সী ভারতীয় টেনিসের কিংবদন্তী এই ব্যক্তিত্ব আজ ক্রিসমাসের শুভেচ্ছাবার্তা দিতে গিয়ে লিখলেন, “২০২০ সাল আমার টেনিস জীবনের ফেয়ারওয়েল বছর। পেশাদার টেনিসকে বিদায় জানাব।
জন্মসূত্রে কবি মাইকেল মধুসূদন দত্তর বংশধর। মা বাস্কেট বল খেলোয়ার ও বাবা হকি। লিয়েন্ডার পেজের জন্ম কলকাতায়। লা মার্টিনিয়ার ও সেন্ট জেভিয়ার্সে পড়াশোনা করার পর শুরু হয় টেনিসের কেরিয়ার। ১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়। জিতেছেন গ্ল্যান্ড সাম ও ডেভিস কাপও। তাঁর দীর্ঘ এই কেরিয়ারে সাফল্যের জন্য ধন্যবাদ দিলেন বাবা ও মা’কে। একই সঙ্গে বোন ও কন্যাকেও ধন্যবাদ জানালেন।
বিদায়ী বছরে লিয়েন্ডার পেজ় বেছে বেছে টুর্নামেন্ট খেলবেন বলে জানিয়েছেন। এই কারণে তিনি নতুন বছরের টেনিস ক্যালেন্ডারের দিকে তাকিয়ে রয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে ডেভিস কাপে দেশকে সদ্য জয় পেতে সাহায্য করেছেন। সেখানে তিনি ডেভিস কাপে ৪৪ তম ডাবলস ম্যাচ জিতে নজিরও গড়েছেন। তাহলে অবসর কেন ? লিয়েন্ডার জানিয়েছেন, নতুনদের তুলে আনার চেষ্টা। নতুনদের জায়গা আটকে রাখবেন না বলেই অবসরের সিদ্ধান্ত।
Be the first to comment