মিলল না চূড়ান্ত সমাধানসূত্র , আগামীকাল ফের রেল-রাজ্য বৈঠক

Spread the love

স্বাস্থ্যবিধি মেনে লোকাল ট্রেন চালু নিয়ে রেল ও রাজ্যের বৈঠকে মিলল না চূড়ান্ত সমাধানসূত্র । আগামীকাল ফের বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । চূড়ান্ত সমাধান সূত্র না মিললেও আজকের বৈঠকে আলোচনা বেশ খানিকটা এগিয়েছে বলে জানা গিয়েছে। SOP-তে জোর দিতে বলা হয়েছে। বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী , ১০ থেকে ১৫ শতাংশ নয় , আরও বেশি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাওড়া ও শিয়ালদহ মিলিয়ে আনুমানিক ২০০ টি ট্রেন চালাবে রেল। কত সংখ্যক যাত্রী কলকাতামুখী হচ্ছে , সেই অঙ্ক কষেই ট্রেন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্রের খবর, সকালের অফিস টাইমে এবং বিকেলে অফিস ফেরার সময় ট্রেনের সংখ্যা বেশি থাকবে ৷ দুপুর নাগাদ ট্রেন কম থাকবে।

এছাড়াও ভিড় নিয়ন্ত্রণ করতে গ‍্যালপিংয়ের ব্যবস্থা নিয়েও দীর্ঘক্ষণ আলোচনা হয় । তবে কবে থেকে চালু করা হবে, নির্দিষ্ট কত সংখ্যক ট্রেন চলবে , ট্রেনের সময়সূচি কী হবে , কীভাবে সামাজিক দূরত্ব মানা হবে তা চূড়ান্ত করতে আগামীকাল ফের বৈঠক করবে রেল ও রাজ্য।

লোকাল ট্রেন চালু করা নিয়ে সর্বত্র চাপ বাড়ছে । একাধিক স্টেশনে বিক্ষোভ দেখিয়েছেন যাত্রীরা । এরই মাঝে রেল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে বৈঠক করার কথা বলেন মুখ্যসচিব । সেইমতো ২ নভেম্বর রেল কর্তৃপক্ষের সঙ্গে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক হয় । বৈঠকে স্থির হয়, কোরোনা বিধি মেনে বৃহস্পতিবার ফের আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রেল ও রাজ্য ।

কিন্তু বৃহস্পতিবারের বদলে আজ বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ কিন্তু আজকের বৈঠকেও সমস্যার সমাধান হল না ৷ তাই আগামীকাল ফের একবার বৈঠকে করবে রেল ও রাজ্য ৷ এই বৈঠক ফলপ্রসূ হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*