সামনের বুধবার থেকেই চলবে লোকাল ট্রেন।হাতে আর বেশি সময় নেই। তাই রবিবারও কাজ থামাল না রেল কর্তৃপক্ষ। আজ ছুটির দিনেও কারশেডে থাকা ট্রেনগুলির প্রতিটি কোচে চলল স্যানিটাইজেশন। যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে উঠেপড়ে লেগেছে রেল।
করোনার জন্য দীর্ঘদিন ধরে বন্ধ রেল চলাচল। এবার সেই করোনা আবহ কাটিয়ে আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। তবে আগের মতো সব ট্রেন হয়তো চলবে না। তবে আপাতত ৩৬২টি লোকাল ট্রেন চলবে। তাতেই স্বস্তি খুঁজছেন সাধারণ যাত্রীরা।
Be the first to comment