করোনার দ্বিতীয় ঢেউ সামলে ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছে বাংলা। করোন সংক্রমণ ঠেকাতে বাংলায় চলছে বিধিনিষেধ। চলতি সপ্তাহেই শেষ হচ্ছে বিধিনিষেধের মেয়াদ। ফের কি বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হবে নাকি তুলে নেওয়া হবে, এ নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার।
এই আবহে লোকাল ট্রেন পরিষেবা চালু করা নিয়ে এবার পদক্ষেপ গ্রহণ করল পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল। জানা যাচ্ছে, লোকাল ট্রেন পরিষেবা চালু করার আবেদন জানিয়ে পরিবহণসচিবকে চিঠি দিয়েছে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল। রেলের তরফে বলা হয়েছে, স্টাফ স্পেশাল ট্রেনে অতিরিক্ত ভিড় হচ্ছে। এর ফলে সংক্রমণের ঝুঁকি রয়েছে। ফলে লোকাল ট্রেন পরিষেবা চালু হলে ভিড়টা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে জানানো হয়েছে। উল্লেখ্য, রেলের তরফে আগেই জানানো হয়েছিল, লোকাল ট্রেন পরিষেবা কবে চালু করা হবে সে নিয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকারই।
Be the first to comment