লোকাল ট্রেন চালু কবে জানতে ৫ নভেম্বর ফের বৈঠক

Spread the love

কবে থেকে রাজ্যে লোকাল ট্রেন চালু হবে সোমবারের বৈঠকে তা নির্দিষ্ট করা গেল না। এ ব্যাপারে ৫ নভেম্বর বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

তবে যেদিনই ট্রেন চালু হোক কোনোমতেই করোনা বিধিতে ত্রুটি রাখা যাবে না। একই সঙ্গে জানানো হয়েছে যে একটি ট্রেনে সাধারণভাবে ১২০০ যাত্রী বসতে পারেন সেখানে তার অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলবে। প্রথম দফায় ১০ থেকে ১৫ শতাংশ ট্রেন চালানো হবে। তা আপাতত সর্বোচ্চ ২৫ শতাংশের বেশি হবে না। ফলে বর্তমান পরিস্থিতিতে এই ট্রেন চালানো কতটা জনসাধারণের উপকার হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আগামী ৭২ ঘণ্টার মধ্যে লোকাল ট্রেন চালাতে প্রস্তুত ভারতীয় রেল। নবান্নে বৈঠকে এ কথা স্পষ্ট করে দিলেন রেলের শীর্ষ কর্তারা। তবে প্রথম ট্রেন লোকাল ট্রেন চালানো শুরু করতে চায় রেল কর্তৃপক্ষ পরবর্তীতে আরো ২৫ শতাংশ পরিকল্পনার কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

রাজ্য সরকার ধাপে ধাপে লোকাল ট্রেন চালানোর ব্যাপারে রেলকে পরামর্শ দিয়েছে। যদিও প্রথমে সামান্য কিছু ট্রেন চালু হলে সেখানে কি করে বা কত কম যাত্রী তোলা যাবে তা নিয়ে একপ্রস্থ আলোচনা হয় বৈঠকে যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো ঘোষণা করা হয়নি বৈঠকের পরে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*