আগামী ১১ই নভেম্বর বুধবার থেকে প্রতিদিন ১৮১ জোড়া ট্রেন চলবে। আজ বৈঠক শেষে এমন সিদ্ধান্ত হয়েছে রেল ও রাজ্য প্রশাসনের বৈঠকে। আজ এ বিষয়ে বৈঠকে বসেছিল দু’পক্ষ। সেখানেই এই সিদ্ধান্ত হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
এদিন আলোচনা শেষে জানা গিয়েছে, প্রতিদিন মোট ১৮১ জোড়া লোকাল ট্রেন রাজ্যে চালানো হবে। এর মধ্যে শিয়ালদহ ডিভিশনে চলবে ১১৪ জোড়া ট্রেন। হাওড়া ডিভিশনে ৫০ জোড়া। বাকি ট্রেনগুলি খড়্গপুর ডিভিশনে চালানোর সিদ্ধান্ত হয়েছে বলে খবর। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ট্রেনের সংখ্যা কমলেও তার জন্য নতুন টাইম টেবল নয়, ট্রেন চলবে পুরনো সময়সূচি অনুযায়ীই।
এই বিষয়ে টুইট করেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।
দেখুন টুইট!
Be the first to comment