বাংলায় লোকাল ট্রেন চালুর দাবি ঘিরে প্রায় রোজদিনই বিক্ষোভের ছবি সামনে আসছে। লোকাল ট্রেন চালুর দাবিতে বৃহস্পতিবার সকালে সোনারপুরে ধুন্ধুমার কাণ্ড ঘটেছে। এদিকে, বাংলায় ১ জুলাই পর্যন্ত বিধিনিষেধ জারি রয়েছে। ১ জুলাইয়ের পর কি লোকাল ট্রেন শুরু হবে বাংলায়? এ নিয়ে সংশয় রয়েছে। বৃহস্পতিবার নবান্নে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ই জানিয়ে দিলেন ‘এখন রেল চালালে দুনিয়ার লোকের কোভিড হবে’। মুখ্যমন্ত্রীর এই কথা শুনেই মনে করা হচ্ছে যে, করোনা মোকাবিলায় এখনই বাংলায় গড়াবে না লোকাল ট্রেনের চাকা।
সোনারপুরে রেল অবরোধ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নবান্নে বলেন, ‘এখন রেল চালালে দুনিয়ার লোকের কোভিড হবে। অন্য জায়গার মতো অবস্থা নয়। এখন তো অনেক জায়গায় ওয়ার্ক ফর্ম হোম হচ্ছে। সবজি বিক্রেতারা গাড়ি করে আসছেন’।
এদিকে, বাংলায় অবিলম্বে লোকাল ট্রেন চালাতে আজ রাজ্যকে ফের চিঠি পাঠিয়েছে রেল। এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেছেন, ‘যা পরিস্থিতি তাতে আমরা উদ্বিগ্ন। আমরা অবিলম্বে সম্পূর্ণ লোকাল ট্রেন পরিষেবা চালু করার আর্জি জানিয়ে রাজ্যকে আজ চিঠি পাঠিয়েছি। এখন ওঁরা কী জানান, তার উপর নির্ভর করছে। রাজ্যের সবুজ সংকেত মিললেই লোকাল ট্রেন চালু করা হবে’।
Be the first to comment