ক্যাম্পের ভিতর রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য বাইরে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ স্থানীয়দের, রণক্ষেত্র বৈষ্ণবনগর

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তির জেরে ঘরছাড়া বেশ কয়েকটি পরিবার। তাঁরা আশ্রয় নিয়েছেন পাশের জেলা মালদহের বৈষ্ণবনগরে। পারলালপুর হাই স্কুলের ক্যাম্প তাঁদের অস্থায়ী ঠিকানা। শুক্রবার দুপুরে তাঁদের সঙ্গে দেখা করতে মালদহে পৌঁছেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মালদহ টাউন স্টেশনে নেমে সোজা চলে গিয়েছেন বৈষ্ণবনগরের পারলালপুর হাইস্কুলের ক্যাম্পে। সন্ধেবেলা ঘরছাড়াদের সঙ্গে কথা বলার সময় আচমকাই তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। ক্যাম্পের বাইরে রাজ্যপালের সাক্ষাৎপ্রার্থী বহু গ্রামবাসী। তাঁর সঙ্গে কথা বলতে চেয়ে বারবার পুলিশের কাছে আবেদন-নিবেদন করেও লাভ হয়নি। পুলিশ এতজনকে ক্যাম্পে ঢুকতে দিতে নারাজ। পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার জেরে শেষমেশ তুমুল বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা। দফায় দফায় বিক্ষোভের ফলে পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খেতে হল পুলিশকে।
স্থানীয়দের অভিযোগ, ঘরছাড়াদের বন্দির মতো রাখা হয়েছে। গ্রামবাসীদের সঙ্গে কোনওরকম যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। এমনকি ক্যাম্পের বাইরে ব্যারিকেড দিয়ে ঘেরা হয়েছে, যাতে তাঁরা বাইরে যেতে না পারেন। এলাকার বাসিন্দাদের কথায়, ঘরছাড়াদের সঙ্গে কথা বলে রাজ্যপাল কী কী আশ্বাস দিচ্ছেন, সেটা তাঁরা জানতে চান। আর তাই আশ্রয় শিবিরে ঢুকতে চাইছেন। কিন্তু পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*