৩ মে উঠছে না লকডাউন। আরও দু’সপ্তাহের জন্য এর মেয়াদ বাড়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ফলে আগামী ১৭ মে পর্যন্ত এই লকডাউন চলবে। এই সময় বিশেষ অনুমতি ছাড়া বাস, ট্রেন, বিমান পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। বন্ধ থাকবে স্কুল, কলেজ-সহ শিক্ষাপ্রতিষ্ঠান, রেস্তরাঁ, শপিং মল, সিনেমা হল, সাঁলো। রেডজোনে-সহ বিভিন্ন এলাকায় কিছু অর্থনৈতিক কার্যকলাপে ছাড় দেওয়া হয়েছে। এই মর্মে শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে নির্দেশিকা জারি করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বলা হয়েছে, লকডাউনের ইতিবাচক প্রভাব পড়েছে কোভিড মোকাবিলায়। তাই লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পরই কিছু ছাড় দিয়ে লকডাউন বাড়ানো ইঙ্গিত মিলেছিল। তারপর পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্য লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করেছে। এবার কেন্দ্রের তরফে আরও ১৪ দিন লকডাউন বাড়ানোর কথা জানানো হল। তবে সংক্রামিতের সংখ্যা ও নতুন সংক্রমণের আশঙ্কার উপর নির্ভর করে বিভিন্ন জোনে বেশকিছু ছাড় দেওয়া হয়েছে।আগামী ৪ মে থেকে এই নির্দেশিকা কার্যকরি হবে।
কেন্দ্রের তরফে করোনা সংক্রমণের ধরণ অনুযায়ী আগেই দেশকে কয়েকটি জোনে ভাগ করা হয়েছে। এবার সেই তিনজোন রেড, অরেঞ্জ ও গ্রিনজোনে অর্থনৈতিক কার্যকলাপে ভিন্ন ভিন্ন ছাড় দেওয়া হয়েছে। কোথাও কোথাও আরও শক্ত করা হল বজ্র আঁটুনি, কোথাও আবার ছাড় মিলল বেশকিছুটা। তবে গোটা দেশেই বন্ধ থাকছে যে কোনও ধরণের জমায়েত। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা ও কড়া নজরদারি বাধ্যতামূলক করা হয়েছে।
রেড জোন ও কনটেনমেন্ট জোনে বাস, ট্যাক্সি, অটো, রিক্সা-সহ বিভিন্ন গাড়ি বন্ধ থাকবে। বন্ধ থাকবে আন্তঃরাজ্য পরিষেবাও। তবে পূর্বের নির্দেশিকা অনুযায়ী, রেডজোনের গ্রামাঞ্চলে শিল্প, নির্মাণ ও চাষের কাজে ছাড় থাকবে। নিয়ম মেনে কর্মীরা আসবেন। মনরেগা প্রকল্পের কাজ চলবে। চলবে ফুড প্রসেসিং ও ইটভাটাও।ছাড় রয়েছে মিডিয়া ও আইটি সংস্থায়ও। সরকারি ও বেসরকারি সংস্থাগুলি ৩৩ শতাশ কর্মীদের উপস্থিতি নিয়ে কাজ চালাতে পারবে। বাকিদের ওয়ার্ক ফ্রম হোম করতে হবে।
আবার অরেঞ্জ জোনে ট্যাক্সি বা ক্যাব চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তাতে চালক ছাড়া একজন যাত্রী থাকতে পারে। আবার গ্রিনজোনে ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চলাচল করতে পারবে। ৫০ শতাংশ বাসের উপস্থিতিতে ডিপোও চালানো যেতে পারে। এমকী, গ্রিনজোনে মদ ও পান বিড়ির দোকানেও ছাড় দেওয়া হচ্ছে। তবে সেক্ষেত্রে বেশকিছু নিয়ম মানতে হবে।
Be the first to comment