১৭ মে শেষ হয়ে যাচ্ছে তৃতীয় দফার লকডাউন। এরপরই চতুর্থ দফার লকডাউন শুরু হবে বলে জানা যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই জানিয়েছেন যে নতুন লকডাউনে নিয়ম-কানুন হবে সম্পূর্ণ ভিন্ন। সম্ভবত শনিবারই সেই লকডাউনের নতুন গাইডলাইন ঘোষণা করা হবে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে।
সূত্রের খবর নতুন লকডাউনে বিভিন্ন জোন অনেক নিয়ম শিথিল করা হবে। বিশেষত অনেক বাণিজ্যিক ক্ষেত্রে ছাড় দেওয়া হবে বলে জানা গিয়েছে। ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী, দেশের কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে লকডাউন সম্পূর্ণভাবে তুলে নেওয়া হবে না এখনই।
জানা গিয়েছে কোনও স্কুল, কলেজ, শপিং মল, সিনেমা হল এখনই খোলা যাবে না। তবে সম্ভবত কেন্দ্রীয় সরকার সেলুন, পার্লার বা স্পা কে ছাড়পত্র দিতে পারে। তবে কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করে এলাকায় কোনও ছাড়পত্র দেওয়া হবে না বলেই জানা গিয়েছে।
এর আগে নতুন লকডাউন সংক্রান্ত একটি বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। শুক্রবারের মধ্যে রাজ্যগুলির কাছ থেকে নতুন পরিকল্পনা জানতে চেয়ে ছিলেন প্রধানমন্ত্রী মোদী। রাজ্যের পরামর্শের উপর ভিত্তি করে নতুন লকডাউনের গাইডলাইন সাজানো হবে বলে জানানো হয়েছিল। ইন্ডিয়া টুডে রিপোর্ট বলছে পঞ্জাব, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, অসম এবং তেলেঙ্গানা সরকার লকডাউন বাড়ানোর আর্জি জানিয়েছে।
পঞ্জাবের তরফ থেকে জানানো হয়েছে যে এখনই কোনও নিয়ম শিথিল করার প্রয়োজন নেই। একই দাবি করেছে ত্রিপুরা। সিকিমে যদিও এখনো পর্যন্ত কোন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া যায়নি তবুও সিকিম চাইছে এই লকডাউন জারি থাক আরো কিছুদিন। সিকিমের অর্থনৈতিক পর্যটনের ওপর নির্ভর করে তাই সিকিমের দাবি অন্যান্য রাজ্যে লোকজন শিথিল হলে সিকিমে ছড়িয়ে পড়তে পারে এই ভাইরাস।
এদিকে ইতিমধ্যেই স্পেশাল ট্রেন চালু করেছে রেল কর্তৃপক্ষ। একে একে ট্রেন এবং বিমান পরিষেবা চালু করা হবে বলে মনে করা হচ্ছে। তামিলনাড়ুর , কর্ণাটক ও বিহার চাইছে না এখনই ট্রেন অথবা বিমান পরিষেবা চালু হোক।
তবে লকডাউন এর চতুর্থ দফায় কেন্দ্রীয় সরকার কিছু লোকাল ট্রেন বাস এবং মেট্রো পরিষেবা চালু করতে পারে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে রেড জোনে চালানো হতে পারে অটোরিকশা কিংবা ট্যাক্সি। তবে যাত্রী সংখ্যার ক্ষেত্রে নিয়ন্ত্রণ থাকবে। তবে কনটেইনমেন্ট জোনে কোনটাই চলবে না। হাট-বাজার খোলার বিষয়টি কেন্দ্র ছেড়ে দিতে চায় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলির উপর। আরও জানা যাচ্ছে চতুর্থ দফার লকডাউনে ই কমার্স সংস্থাগুলি প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া অন্যান্য জিনিস ডেলিভার করবে শুধুমাত্র কনটেইনমেন্ট জোনে ঢুকবে না তারা।
Be the first to comment