নতুন লকডাউনের গাইডলাইন রবিবারই ঘোষণা হবে। সোমবার থেকেই নয়া লকডাউনের দিন শুরু হয়ে যাচ্ছে। ৩১ মে পর্যন্ত জারি হল লকডাউন। বিকেলেই প্রকাশিত হল নয়ানির্দেশিকা।
ইতিমধ্যেই মহারাষ্ট্র, তামিলনাড়ু ও পঞ্জাবে লকডাউন বাড়ানো হয়েছে। ৩১ মে পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে ওই তিন রাজ্যে। ওই তিন রাজ্য ছাড়াও হরিয়ানা, তেলেঙ্গানা, বিহার, ওডিশা ও অসমও লকডাউন বাড়ানোর আর্জি জানিয়েছে। রবিবার সন্ধেয় লকডাউনের নয়া গাইডলাইন ঘোষণা হবে বলে জানা গিয়েছে।
তবে বিমান পরিষেবা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এদিকে তৃতীয় দফার লকডাউন শেষে এখনও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।
দেশে সর্বোচ্চ হারে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হলেন ৪৯৮৭ জন মানুষ। যা কিনা এখন পর্যন্ত একদিনে সর্বাধিক সংখ্যায় করোনা সংক্রমণ। দেশজুড়ে মোট আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ২৭ জন।
মোট আক্রান্তের মধ্যে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৭২-এ। সুস্থ হয়ে উঠেছেন ৩৪ হাজার ১০৯ জন এবং দেশে বর্তমানে অ্যাক্টিভ কেস রয়েছে ৫৩ হাজার ৯৪৬ টি। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে এখবর সামনে এসেছে। শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১২০ জনের।
দেশের মধ্যে এখন পর্যন্ত সর্বাধিক করোনা সংক্রামিত রাজ্য মহারাষ্ট্র। সেখানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। শনিবারি করোনা আক্রান্ত হয়েছেন কমপক্ষে ১৬০৬ জন মানুষ। যার জেরে মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা পার করে ফেলেছে ৩০ হাজারের গণ্ডি। দেশের মধ্যে এই রাজ্যেই করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৬৭ জনের।
Be the first to comment